09-11-2024, 01:07 PM
(08-11-2024, 07:34 PM)বহুরূপী Wrote: আগের পর্বটা মিস করে গেছেন বোধ করি।
ঊরুসন্ধিতে বীর্যপাত মাঝেমধ্যে কাল হতেই পারে বৈ কি যদি সঙ্গমক্রিয়া হয় সুরক্ষা হীন।
ইস, সত্যি কথা গত পর্বটা মিস করে গেছিলাম। পড়ে বোঝা গেল। ধন্যবাদ।
কিন্তু, গত পর্বে বলা রয়েছে নয়নতারার যে গর্ভসঞ্চার হয়েছে তার একদিন আগেই মাত্র তার সোহনের সঙ্গে সহবাস হয়েছিল। সে সময় তো নয়নের বন্ধ্যাকাল। গর্ভাধান হলে তা, দিন পনেরো / কুড়ি আগে আগেই হয়েছে। এতে তো সোহমের সন্দেহ হবার কথা। অন্য সকলেরও।
এই সন্দেহ ও স্ক্যান্ডাল নয়ন এড়াবে কি করে? তার তো বিষম ভয় হওয়া উচিত।