05-11-2024, 09:19 PM
(01-11-2024, 07:59 AM)বহুরূপী Wrote: নয়নতারার বাগানে বনফুলের গন্ধের সঙ্গে রাতের গন্ধ, মাটির গন্ধ মিশে গেছে। রাত বটে। কিন্তু ফুটফুট করছে জ্যোৎস্না কোথাও কোনও অন্ধকার নেই। কেবল গাছগাছালির নিচেই যা একটু আঁধার। আজ আকাশে মেঘ নাই।পৃথিবীময় নরম চাদের আলো। হেমলতা সিঁড়ি ভাঙিয়া যখন দোতলায় সঞ্জয়ের শয়নকক্ষের সমুখে,তখন রাত প্রায় বারটা হয় হয় অবস্থা।এমন মনোরম বর্ণনার জন্যেই এ পংক্তিটি বারবার পড়া যায়।