05-11-2024, 02:47 AM
আপডেট -২
এদিকে সাড়ে চার বছর ধরে আমার মা স্বামী সহবাস বঞ্চিত। অবশ্য আমার নানাজান গতবছরে একটা পাত্র দেখেছিলো মায়ের জন্য। পাত্র আর কেউ নয় তিনি হলেন আমার ছোটমামির বাবা। ছোটমামির বাবা খুব চাচ্ছিলেন আমার মাকে তৃতীয় নিকাহ করতে কিন্তু আমার মা রাজি ছিলো না। মা বলেছিলেন আহনাফ এর বাবার রায় না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে তিনি যাবেন না।তাছাড়া নিয়মঅনুযায়ী তিনি চার বছর অপেক্ষা করবেন।
তারপর একদিন কানাঘুষা শুনলাম একমাস আগে আমার মা দাদাজান এর কাছে খুলা (তালাক) করার আবেদন জানিয়েছেন। তারপর অনাড়ম্বরে শুক্রবার বাদ জুমআ মায়ের খুলা সম্পন্ন হলো। দাদাজান বললেন, যেহেতু সাড়ে চার বছর স্বামী স্ত্রী কাছাকাছি নেই তাই মায়ের ইদ্দত পালন অত্যাবশ্যকিয় না।
একটা সাজানো রাজনৈতিক মামলায় কিভাবে একটা সাজানো সংসার ধ্বংস হয়ে গেলো ভেবেই মা সারাদিন কান্নাকাটি করেন।
একদিন মাদ্রাসা থেকে মাইমুনাকে নিয়ে আসতে গিয়ে মা টিজ এর স্বীকার হলো।উত্তর পাড়ার এক বখাটে ছেলে মায়ের রাস্তায় দাড় করিয়ে ফোন নম্বর চেয়েছিলো।মা ভয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করেছিলো।
একদিন সন্ধায় আমি আমার রুমে বসে পড়াশোনা করছি।মা ও মাইমুনাকে পাশের ঘরে পড়াচ্ছিলো।এমন সময় আমার বড়ো চাচিআম্মা মোছাম্মত ওয়াহিদুন্নেছা হাফসা আমাদের বাসায় আসলেন। তিনি মায়ের ঘরে ঢুকে মায়ের সাথে গল্প করছিলেন। পাশের রুম থেকে চাচিআম্মা আর মায়ের কথা সব শুনতে পাচ্ছিলাম। হটাত চাচিআম্মা মাকে বললো, বুসরা তোর জন্য একটা ছেলে দেখেছি, ভালো ফ্যামিলি, তাগড়া যুবক আর বিশেষ করে ছেলেটা তোদের বাসায় তোর ছেলে মেয়েকে নিয়েও থাকতে রাজি। তুই হ্যা বললে হয়ে যেতে পারে। মা বললো, ছেলেটা কে? চাচি বললো, ছেলেটা আমার বড়বোনের ছেলে আরেফিন। আরেফিন তোকে খুব পছন্দ করেছে।এবং তোর কথা বাসায়ও বলেছে, একটু ভেবেচিন্তে দেখ খুব ভালো হবে।৷ মা লজ্জায় লাল হয়ে গেলো আর বললো, আপা এটা কিভাবে সম্ভব? ছেলেটার বয়স কম এবং অবিবাহিত তাছাড়া মানুষে কি বলবে ১৫ বছরের ছোট বয়সের ছেলে বিয়ে করলে?. চাচি বললো,বর্তমানে এসব কোনো বিষয় না আমার ছোটবোন সিক্তা কি করলো শুনলি না? হার্ট আ্যাটাকে সিক্তার স্বামী মারা গেলো ৭- ৮ মাস আগে।ছোট ছোট তিন ছেলে মেয়ে নিয়ে কি করবে কোথায় যাবে? সেজন্য তিন চার মাস আগে ওর বড় ভাসুরের ছেলে আসিফের সাথে নিকাহ পড়িয়ে দিয়ে আসলাম। গতকাল সকালে সিক্তা ফোন দিয়ে বললো আবার ওর পেটে বাচ্চা চলে এসেছে। আর তুই বয়স নিয়ে পড়ে আছিস ওদিকে আসিফের মতো কমবয়সী ছেলে আপন বিধবা চাচীর নিকাহ করে পেট বাধিয়ে দিলো।
মা বললো, আচ্ছা আপা, আমাকে একটা সময় দাও আমি একটু চিন্তাভাবনা করি।চাচি বললো, আবার চিন্তা ভাবনার কি আছে? কালকেই তোর নিকাহ পড়িয়ে দিই কি বলিস? মা বললো, না আপা, আমি একটু ভাবি আমাকে একটু সময় দাও।চাচি বললো আচ্ছা দেখ যেটা ভালো বুঝিস। তারপর কিছুক্ষণ পর চাচি চলে গেলো।
আমি এবার বিষয়টা বুঝতে পারলাম যে, আরেফিন ভাই সেদিন আসলে মাকে দেখতে এসেছিলো।
এদিকে সাড়ে চার বছর ধরে আমার মা স্বামী সহবাস বঞ্চিত। অবশ্য আমার নানাজান গতবছরে একটা পাত্র দেখেছিলো মায়ের জন্য। পাত্র আর কেউ নয় তিনি হলেন আমার ছোটমামির বাবা। ছোটমামির বাবা খুব চাচ্ছিলেন আমার মাকে তৃতীয় নিকাহ করতে কিন্তু আমার মা রাজি ছিলো না। মা বলেছিলেন আহনাফ এর বাবার রায় না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে তিনি যাবেন না।তাছাড়া নিয়মঅনুযায়ী তিনি চার বছর অপেক্ষা করবেন।
তারপর একদিন কানাঘুষা শুনলাম একমাস আগে আমার মা দাদাজান এর কাছে খুলা (তালাক) করার আবেদন জানিয়েছেন। তারপর অনাড়ম্বরে শুক্রবার বাদ জুমআ মায়ের খুলা সম্পন্ন হলো। দাদাজান বললেন, যেহেতু সাড়ে চার বছর স্বামী স্ত্রী কাছাকাছি নেই তাই মায়ের ইদ্দত পালন অত্যাবশ্যকিয় না।
একটা সাজানো রাজনৈতিক মামলায় কিভাবে একটা সাজানো সংসার ধ্বংস হয়ে গেলো ভেবেই মা সারাদিন কান্নাকাটি করেন।
একদিন মাদ্রাসা থেকে মাইমুনাকে নিয়ে আসতে গিয়ে মা টিজ এর স্বীকার হলো।উত্তর পাড়ার এক বখাটে ছেলে মায়ের রাস্তায় দাড় করিয়ে ফোন নম্বর চেয়েছিলো।মা ভয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করেছিলো।
একদিন সন্ধায় আমি আমার রুমে বসে পড়াশোনা করছি।মা ও মাইমুনাকে পাশের ঘরে পড়াচ্ছিলো।এমন সময় আমার বড়ো চাচিআম্মা মোছাম্মত ওয়াহিদুন্নেছা হাফসা আমাদের বাসায় আসলেন। তিনি মায়ের ঘরে ঢুকে মায়ের সাথে গল্প করছিলেন। পাশের রুম থেকে চাচিআম্মা আর মায়ের কথা সব শুনতে পাচ্ছিলাম। হটাত চাচিআম্মা মাকে বললো, বুসরা তোর জন্য একটা ছেলে দেখেছি, ভালো ফ্যামিলি, তাগড়া যুবক আর বিশেষ করে ছেলেটা তোদের বাসায় তোর ছেলে মেয়েকে নিয়েও থাকতে রাজি। তুই হ্যা বললে হয়ে যেতে পারে। মা বললো, ছেলেটা কে? চাচি বললো, ছেলেটা আমার বড়বোনের ছেলে আরেফিন। আরেফিন তোকে খুব পছন্দ করেছে।এবং তোর কথা বাসায়ও বলেছে, একটু ভেবেচিন্তে দেখ খুব ভালো হবে।৷ মা লজ্জায় লাল হয়ে গেলো আর বললো, আপা এটা কিভাবে সম্ভব? ছেলেটার বয়স কম এবং অবিবাহিত তাছাড়া মানুষে কি বলবে ১৫ বছরের ছোট বয়সের ছেলে বিয়ে করলে?. চাচি বললো,বর্তমানে এসব কোনো বিষয় না আমার ছোটবোন সিক্তা কি করলো শুনলি না? হার্ট আ্যাটাকে সিক্তার স্বামী মারা গেলো ৭- ৮ মাস আগে।ছোট ছোট তিন ছেলে মেয়ে নিয়ে কি করবে কোথায় যাবে? সেজন্য তিন চার মাস আগে ওর বড় ভাসুরের ছেলে আসিফের সাথে নিকাহ পড়িয়ে দিয়ে আসলাম। গতকাল সকালে সিক্তা ফোন দিয়ে বললো আবার ওর পেটে বাচ্চা চলে এসেছে। আর তুই বয়স নিয়ে পড়ে আছিস ওদিকে আসিফের মতো কমবয়সী ছেলে আপন বিধবা চাচীর নিকাহ করে পেট বাধিয়ে দিলো।
মা বললো, আচ্ছা আপা, আমাকে একটা সময় দাও আমি একটু চিন্তাভাবনা করি।চাচি বললো, আবার চিন্তা ভাবনার কি আছে? কালকেই তোর নিকাহ পড়িয়ে দিই কি বলিস? মা বললো, না আপা, আমি একটু ভাবি আমাকে একটু সময় দাও।চাচি বললো আচ্ছা দেখ যেটা ভালো বুঝিস। তারপর কিছুক্ষণ পর চাচি চলে গেলো।
আমি এবার বিষয়টা বুঝতে পারলাম যে, আরেফিন ভাই সেদিন আসলে মাকে দেখতে এসেছিলো।