02-11-2024, 03:49 PM
(01-11-2024, 10:08 AM)juliayasmin Wrote:শুভকামনা জানাই । ভাল থাকবেন সবাই । আপনার প্রত্যাশা পূরণের সদিচ্ছা রইলো ।
বেশী চাপাচাপি করতে আবার ভয় হয়। আপনি আবার বিরতি বা একান্ত-বিলাসিনী হয়ে যদি স্বেচ্ছা-নির্বাসনে চলে যান! আপনি আপনার সুবিধে মতো নিজের মতো করে পর্ব নিয়ে হাজির হন, কোনো অসুবিধে নেই। তবু হারিয়ে যাবেন না। আপনাদের ছোটো ছোটো মন্তব্য থেকেও অনেক অনেক কিছু শেখা যায়। আপনি, মহাবীর্য্য প্রভৃতিদের লেখায় সেই wit রয়েছে।
তো দিনিমুনি, ভালা থাইক্যান।