02-11-2024, 03:39 PM
এই তো গল্প জমে উঠেছে। ছোটো-খাটো কয়েকটি বানান ভুল (typo) বাদ দিলে খুব একটা ভুল-ভ্রান্তি খুঁজে বের করার উপায় নেই। আর সব থেকে বড়ো কথা, যা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো তুমি জানিয়েছো যে আর কয়েকটি পর্বেই গল্প শেষ হয়ে যাবে; মানে তুমি প্রথম থেকেই গল্পের খসড়া পুরো শেষ অবধি ভেবে রেখেছো।
তোমার, এক রকম ভাবে বলতে গেলে প্রায় প্রথম গল্পই, তাতে লেখায় যে ধরণের পরিণতবোধ দেখিয়েছো তাতে অনায়াসে বলা যায় তুমি আরো ভালো লিখতে পারো। চালিয়ে যাও। ভবিষ্যতে তোমার কাছ থেকে আরো বড়ো লেখা পড়ার আশা রাখি। আর তা যে ভালো হতে বাধ্য তা তুমি এই গল্পে সেই মুন্সীয়ানার পরিচয় দিয়েই রেখেছো।
এই গল্পের পরবর্তী পর্বের সাগ্রহ অপেক্ষায় থাকবো।
তোমার, এক রকম ভাবে বলতে গেলে প্রায় প্রথম গল্পই, তাতে লেখায় যে ধরণের পরিণতবোধ দেখিয়েছো তাতে অনায়াসে বলা যায় তুমি আরো ভালো লিখতে পারো। চালিয়ে যাও। ভবিষ্যতে তোমার কাছ থেকে আরো বড়ো লেখা পড়ার আশা রাখি। আর তা যে ভালো হতে বাধ্য তা তুমি এই গল্পে সেই মুন্সীয়ানার পরিচয় দিয়েই রেখেছো।
এই গল্পের পরবর্তী পর্বের সাগ্রহ অপেক্ষায় থাকবো।