01-11-2024, 10:44 PM
একদিন সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে চা হাতে বসেছিল রাকিব আর মনীষা। এই একটু আগেই ওয়ালা মামার কাছ থেকে চা কিনেছে ওরা। এখনও ধোঁয়া তুলে উত্তাপ ছড়াচ্ছে কাপদুটো। কিন্তু চায়ের উত্তাপকেও ছাড়িয়ে গিয়েছিল তাদের শরীরের উত্তাপ। হলদেটে পূর্ণিমার চাঁদের আলো আলোকিত করেছিল সেদিনের সন্ধ্যাকাশটা। আলো আঁধারির এ খেলায় নিজেদের শরীর নিয়ে মেতে উঠেছিল ওরা দু'জন। উষ্ণ চুম্বনে সিক্ত করেছিল চলেছিল একে অপরকে । রাকিবের হাত বিচরণ করে বেড়াচ্ছিল মনীষার শরীরের ভাঁজে ভাঁজে। সেদিন মনীষা বলেছিল, তার সাধ হয় সপ্তর্ষিমণ্ডলীর মাঝে গিয়ে অরুন্ধতী হওয়ার। সপ্তর্ষী মানে তো সাত ঋষির সমাহার। সাতটা ঋষি তার শরীর সুধা পান করবে, সে হবে তাদের কামনার কেন্দ্রবিন্দু - এ ছিল তার চিরজীবনের সাধ। বাঙালি-অবাঙালি মিলিয়ে এতদিনে ক'জন ঋষির ব্যান ভাঙাতে সক্ষম হলো কে জানে! হঠাৎই তার মনে হলো, বুলবুলিরও কী এমন ইচ্ছা হয়?
ধ্যানভঙ্গ হতেই রাকিবের মাথায় কী এক ভূত চেপে বসে, সহসা পকেট থেকে ফোন বের করে বাটন টেপে দ্রুত হাতে, জিরো ওয়ান সেভেন ওয়ান... নাহ্, এংগেজড্ টোন। রিনরিনে নারী কন্ঠে তাকে জানিয়ে যায়, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। সুবোধ বালকের মত রাকিব তাইককুশন তাই করে পরক একবার, বারবার দু'বার,
তিনবার। প্রতিবারই সেই একই উত্তর-
দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন সেটি ব্যস্ত আছে।
পাঁচবারের বেলায় ওপারের ব্যস্ততা ফুরোলো, রাকিব ব্যস্ত কন্ঠে প্রশ্ন করে, হ্যালো বুলি, কার সঙ্গে এতক্ষণ এনগেজড্ ছিলে বলো তো? বুলবুলি মজা করে উত্তর দেয়, সত্যি কথা বলবো?
- হ্যা সত্যিই তো বলবে।
> মাইন্ড করবে না তো?
- তোমাকে তো আমি বলেছিই - সত্যকে আড়াল করাই অন্যায়। তুমি বলো, আমি সত্যটাই জানতে চাই।
> আমার সেই পুরনো প্রেমিকের সাথে কথা বলছিলাম।
- মানে সেই আসিফ জাহান?
> হ্যা হ্যা আসিফ। আমার সম্পর্ক তো ঐ একজনের সাথেই ছিল।
রাকিবের কিছুতেই বিশ্বাস হয় না। বিয়ের পর এতদিন নানান খুনসুটির মধ্যে আসিফ জাহান নামটা আড়ালেই রয়ে গেছে। ধারণা পর্যন্তই। নামটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতেও রাকিবের ইচ্ছা হয়নি। শুধু বুলবুলি যতটা বলেছে, তার জানা সেই পর্যন্তই। বুলবুলিকে বেশ বাজেভাবে ঠকিয়ে ছিল এই লোকটা। আরেকজনকে মনে ঠাই দিয়ে চেয়েছিল বুলবুলির শরীরের স্বাদটাও নেবে। কিন্তু তার আগেই বুলবুলির কাছে ধরা পড়ে যায়। প্রেমের পাঠটা সে সেদিনেই সাঙ্গ করে সে। তার কিছুদিন পরেই রাকিবের সাথে বিয়ে হয় তার। এতকিছুর পরও এতদিন পর এ লোকের সাথে বুলবুলির এত কী কথা হতে থাকতে পারে, ভেবে পায় না রাকিব। সে খোঁচা দেয়, একজনের সঙ্গেই এতক্ষন?
বুলবুলি হালকা হেসে উত্তর দেয় ওপাশ থেকে, ছাড়ছিল না যে।
- ছাড়ছিল না ?
> তোমার মত কথার কাঙাল তো সবাই নয়, অনেকের অনেক রকম কথা থাকে।
- আমিও তো সেটাই জানতে চাইছি। তা ওই অনেকের মধ্যে আর কে কে আছে শুনি?
> এই তো তোমার দোষ। সত্য খুঁজতে যাও, অথচ সত্য সহ্য করতে পারো না।
হা হা করে হেসে ওঠে হঠাৎ রাকিব। বুলবুলি আশ্চর্য হয়ে জিজ্যেম করে, হাসির কী হলো এমন?
হাসিতে লাগাম টেনে রাকিব জিজ্ঞেস করে, অরুন্ধতী হতে ইচ্ছে করে তোমার?
কী ইচ্ছে করে? - রাকিবের প্রশ্ন অবাক স্বরে জিজ্ঞাসা করে ওঠে বুলবুলি। রাকিব কলটা কেটে দেয়। বুলবুলির ফোন আসতেই থাকে বারবার। অবশেষে সুইচটাই বন্ধু করে দেয় রাকিব। ভাবতে থাকে, হঠাৎ এ প্রশ্নটা কেন মাথায় এলো হঠাৎ?
সেদিন রাকিবের বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। মে-জুন মাসে কাজের চাপ এরকমই হয়। দশটা-পাচটা অফিস রূটিন কোথায় মুখ লুকায় তার হদিস মেলে না। পাঁচটা তো দূর, সাতটা আটটাও পেরিয়ে যায় মাঝে মাঝে অফিস থেকে বের হতে।
সন্ধ্যা থেকেই রাকিব ফোন করা শুরু করেছে বুলবুলিকে। কিন্তু বলবুলি সে ফোন ধরছে না। ঠিক যেমন করে বুলবুলি রাকিবকে ফোন করেছিল দুপুরে, কিন্তু সে ধরে নি। অফিস থেকে বেরিয়ে দ্রুতগতিতে পা ফেলতে থাকে রাকিব।
রাকিব যখন বাসায় ফেরে তখন চারপাশ অন্ধকারে নিমগ্ন। ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে সন্ধ্যার পর থেকেই। থমথমে মুখে রাকিব এসে দাড়ায় ফ্ল্যাটের দরজার সামনে। অভ্যেসমাফিক ডোরবেলের সুইচে আঙ্গুল চলে যায়, আবার নিজের বোকামির টের পেয়ে বিব্রত আঙ্গুল ফিরে আসে। নক করে কাঠের পাল্লায়। ভেতর থেকে সাড়া আসতে সময় লাগে। কিন্তু এটুকু সময়ের মধ্যেই যেন রাকিবের বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ে, এনালগ ঘড়ির কাটার মতো টিকটিক করে। ধের্য্যের কাঁটা দোল খায়, 'মধ্যবর্তী সূচকচিহ্ন থেকে হেলে পড়ে। তখনই সে পুনরায় দরজার পাল্লায় নক করতে উদ্যত হয়, কিন্তু তার আগেই খুলে যায় দরজার কপাট। একেবারে সাথে সাথে, দরজা খুলেইঅন্ধকারে অপেক্ষমান রকিবের বুকে ঝাপিয়ে পড়ে বুলবুলি। প্রচন্ডভাবে জাপটে-আঁকড়ে ধরে স্বামীকে। দুই গালে চুম্বন একে দেয় অস্থিরভাবে। তারপরও গলা জড়িয়ে ধরে ঝুলতেই থাকে। ঝুলেই থাকে নিরবিলম্ব। এমন আগ্রাসী আক্রমনাত্মক ভালোবাসার ঘায়ে রাকিব প্রথমে এতটাই বিপর্যস্ত বোধ করে যে ঐ মুহূর্তে তার করণীয় স্থির করতে পারে না। কাঁধের ঝুলন্ত নারীদেহ নিয়ে ঘরে ঢুকতেই অন্যরকম ভালোলাগায় জুড়িয়ে যায় সমস্ত দেহপ্রাণ। বিদ্যুৎ নেই, ঘরের মধ্যে জ্বলছে মোমবাতি। মোমের আলো যে এত নরম, এত স্নিগ্ধ, এত কমনীয় - তা কখনো জানা হয় নি। সেই আলো এসে বুলবুলির মুখমন্ডলকে উদ্ভাসিত করে তুলেছে অন্য এক উজ্জ্বলতায়। খানিক আলো আধারির এ রহস্যময়তায় খানিক আলোকিত, খানিক অনালোকিত বুলবুলির এই মুখচ্ছবি যেন সে আগে কখনো দেখে নি। কী অপরূপ। চোখ ফেরানো অসম্ভব হয়ে ওঠে। রাকিব ভাবতে চেষ্টা করে, দু' বছরের বিবাহিত জীবনে বুলবুলির এমন উন্মত্ত আচরন সে কবে দেখেছে? কিন্তু মনে করতে পারে না। ওই অবস্থায় ওরা তারা শোবার ঘরের খাটের উপর গড়িয়ে পড়তেই রাকিবের কানের কাছে মুখ এনে বুলবুলি কুটুস করে কামড়ে দেয় কানের লতি। রাকিবের কন্ঠে ফিসফিসিয়ে ওঠে শীৎকারধ্বনি। উঁহু!
কামড়ের পরই শুরু হয় জিহ্বার আক্রমন। সরু করে আলতো করে জিভ বোলাতে থাকে কানের আশেপাশে। তারপর, রাকিবের মুখের ওপর উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে দু'বাহুর বন্ধনে বন্দি রাকিবকে জিজ্ঞেস করে, মনীষার কথা এতদিন আড়াল করেছ কেন সোনা?
চলবে...
ধ্যানভঙ্গ হতেই রাকিবের মাথায় কী এক ভূত চেপে বসে, সহসা পকেট থেকে ফোন বের করে বাটন টেপে দ্রুত হাতে, জিরো ওয়ান সেভেন ওয়ান... নাহ্, এংগেজড্ টোন। রিনরিনে নারী কন্ঠে তাকে জানিয়ে যায়, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। সুবোধ বালকের মত রাকিব তাইককুশন তাই করে পরক একবার, বারবার দু'বার,
তিনবার। প্রতিবারই সেই একই উত্তর-
দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন সেটি ব্যস্ত আছে।
পাঁচবারের বেলায় ওপারের ব্যস্ততা ফুরোলো, রাকিব ব্যস্ত কন্ঠে প্রশ্ন করে, হ্যালো বুলি, কার সঙ্গে এতক্ষণ এনগেজড্ ছিলে বলো তো? বুলবুলি মজা করে উত্তর দেয়, সত্যি কথা বলবো?
- হ্যা সত্যিই তো বলবে।
> মাইন্ড করবে না তো?
- তোমাকে তো আমি বলেছিই - সত্যকে আড়াল করাই অন্যায়। তুমি বলো, আমি সত্যটাই জানতে চাই।
> আমার সেই পুরনো প্রেমিকের সাথে কথা বলছিলাম।
- মানে সেই আসিফ জাহান?
> হ্যা হ্যা আসিফ। আমার সম্পর্ক তো ঐ একজনের সাথেই ছিল।
রাকিবের কিছুতেই বিশ্বাস হয় না। বিয়ের পর এতদিন নানান খুনসুটির মধ্যে আসিফ জাহান নামটা আড়ালেই রয়ে গেছে। ধারণা পর্যন্তই। নামটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতেও রাকিবের ইচ্ছা হয়নি। শুধু বুলবুলি যতটা বলেছে, তার জানা সেই পর্যন্তই। বুলবুলিকে বেশ বাজেভাবে ঠকিয়ে ছিল এই লোকটা। আরেকজনকে মনে ঠাই দিয়ে চেয়েছিল বুলবুলির শরীরের স্বাদটাও নেবে। কিন্তু তার আগেই বুলবুলির কাছে ধরা পড়ে যায়। প্রেমের পাঠটা সে সেদিনেই সাঙ্গ করে সে। তার কিছুদিন পরেই রাকিবের সাথে বিয়ে হয় তার। এতকিছুর পরও এতদিন পর এ লোকের সাথে বুলবুলির এত কী কথা হতে থাকতে পারে, ভেবে পায় না রাকিব। সে খোঁচা দেয়, একজনের সঙ্গেই এতক্ষন?
বুলবুলি হালকা হেসে উত্তর দেয় ওপাশ থেকে, ছাড়ছিল না যে।
- ছাড়ছিল না ?
> তোমার মত কথার কাঙাল তো সবাই নয়, অনেকের অনেক রকম কথা থাকে।
- আমিও তো সেটাই জানতে চাইছি। তা ওই অনেকের মধ্যে আর কে কে আছে শুনি?
> এই তো তোমার দোষ। সত্য খুঁজতে যাও, অথচ সত্য সহ্য করতে পারো না।
হা হা করে হেসে ওঠে হঠাৎ রাকিব। বুলবুলি আশ্চর্য হয়ে জিজ্যেম করে, হাসির কী হলো এমন?
হাসিতে লাগাম টেনে রাকিব জিজ্ঞেস করে, অরুন্ধতী হতে ইচ্ছে করে তোমার?
কী ইচ্ছে করে? - রাকিবের প্রশ্ন অবাক স্বরে জিজ্ঞাসা করে ওঠে বুলবুলি। রাকিব কলটা কেটে দেয়। বুলবুলির ফোন আসতেই থাকে বারবার। অবশেষে সুইচটাই বন্ধু করে দেয় রাকিব। ভাবতে থাকে, হঠাৎ এ প্রশ্নটা কেন মাথায় এলো হঠাৎ?
সেদিন রাকিবের বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। মে-জুন মাসে কাজের চাপ এরকমই হয়। দশটা-পাচটা অফিস রূটিন কোথায় মুখ লুকায় তার হদিস মেলে না। পাঁচটা তো দূর, সাতটা আটটাও পেরিয়ে যায় মাঝে মাঝে অফিস থেকে বের হতে।
সন্ধ্যা থেকেই রাকিব ফোন করা শুরু করেছে বুলবুলিকে। কিন্তু বলবুলি সে ফোন ধরছে না। ঠিক যেমন করে বুলবুলি রাকিবকে ফোন করেছিল দুপুরে, কিন্তু সে ধরে নি। অফিস থেকে বেরিয়ে দ্রুতগতিতে পা ফেলতে থাকে রাকিব।
রাকিব যখন বাসায় ফেরে তখন চারপাশ অন্ধকারে নিমগ্ন। ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে সন্ধ্যার পর থেকেই। থমথমে মুখে রাকিব এসে দাড়ায় ফ্ল্যাটের দরজার সামনে। অভ্যেসমাফিক ডোরবেলের সুইচে আঙ্গুল চলে যায়, আবার নিজের বোকামির টের পেয়ে বিব্রত আঙ্গুল ফিরে আসে। নক করে কাঠের পাল্লায়। ভেতর থেকে সাড়া আসতে সময় লাগে। কিন্তু এটুকু সময়ের মধ্যেই যেন রাকিবের বুকের ভেতর হাতুড়ির ঘা পড়ে, এনালগ ঘড়ির কাটার মতো টিকটিক করে। ধের্য্যের কাঁটা দোল খায়, 'মধ্যবর্তী সূচকচিহ্ন থেকে হেলে পড়ে। তখনই সে পুনরায় দরজার পাল্লায় নক করতে উদ্যত হয়, কিন্তু তার আগেই খুলে যায় দরজার কপাট। একেবারে সাথে সাথে, দরজা খুলেইঅন্ধকারে অপেক্ষমান রকিবের বুকে ঝাপিয়ে পড়ে বুলবুলি। প্রচন্ডভাবে জাপটে-আঁকড়ে ধরে স্বামীকে। দুই গালে চুম্বন একে দেয় অস্থিরভাবে। তারপরও গলা জড়িয়ে ধরে ঝুলতেই থাকে। ঝুলেই থাকে নিরবিলম্ব। এমন আগ্রাসী আক্রমনাত্মক ভালোবাসার ঘায়ে রাকিব প্রথমে এতটাই বিপর্যস্ত বোধ করে যে ঐ মুহূর্তে তার করণীয় স্থির করতে পারে না। কাঁধের ঝুলন্ত নারীদেহ নিয়ে ঘরে ঢুকতেই অন্যরকম ভালোলাগায় জুড়িয়ে যায় সমস্ত দেহপ্রাণ। বিদ্যুৎ নেই, ঘরের মধ্যে জ্বলছে মোমবাতি। মোমের আলো যে এত নরম, এত স্নিগ্ধ, এত কমনীয় - তা কখনো জানা হয় নি। সেই আলো এসে বুলবুলির মুখমন্ডলকে উদ্ভাসিত করে তুলেছে অন্য এক উজ্জ্বলতায়। খানিক আলো আধারির এ রহস্যময়তায় খানিক আলোকিত, খানিক অনালোকিত বুলবুলির এই মুখচ্ছবি যেন সে আগে কখনো দেখে নি। কী অপরূপ। চোখ ফেরানো অসম্ভব হয়ে ওঠে। রাকিব ভাবতে চেষ্টা করে, দু' বছরের বিবাহিত জীবনে বুলবুলির এমন উন্মত্ত আচরন সে কবে দেখেছে? কিন্তু মনে করতে পারে না। ওই অবস্থায় ওরা তারা শোবার ঘরের খাটের উপর গড়িয়ে পড়তেই রাকিবের কানের কাছে মুখ এনে বুলবুলি কুটুস করে কামড়ে দেয় কানের লতি। রাকিবের কন্ঠে ফিসফিসিয়ে ওঠে শীৎকারধ্বনি। উঁহু!
কামড়ের পরই শুরু হয় জিহ্বার আক্রমন। সরু করে আলতো করে জিভ বোলাতে থাকে কানের আশেপাশে। তারপর, রাকিবের মুখের ওপর উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে দু'বাহুর বন্ধনে বন্দি রাকিবকে জিজ্ঞেস করে, মনীষার কথা এতদিন আড়াল করেছ কেন সোনা?
চলবে...