26-06-2019, 12:06 PM
সরি পাঠকগণ মারাত্মক ব্যস্ত এখন। ফুসরত মিললেই লিখবো। সত্যি বলতে দেরীতে আপডেট দিলে আমারই সমস্যা হয়। চরিত্রগুলো হারিয়ে যায়। এখন আপডেট লিখতে আমাকে কিছুটা পড়ে নিতে হবে। এই ঝামেলা এড়াতে হলে দুই তিনদিন পরপর আপডেট দেয়া আমার জন্যই সুবিধাজনক। আর মাসদুই পরে বেশ কিছু সময় ফ্রি থাকবো তখন চেষ্টা করব গল্পটা অনেকদূর টেনে নিয়ে যেতে। আপাতত কথা দিতে পারছিনা কবে দিবো আপডেট। ভাল থাকবেন সবাই।
শিশু বলৎকারের মূল কারণ আমি আপনি আমরা। আসুন প্রতিরোধ করি।