27-10-2024, 04:37 PM
(02-11-2022, 07:37 PM)Jupiter10 Wrote:বড় সুন্দর বলেছেন।
প্রকৃত পক্ষেই এই লেখা কালজয়ী লেখা। কারণ এই গল্প দশ বছরের অধিক পুরনো লেখা হলেও যে'ই পড়ে সে'ই অভিভূত হয়।আবার পুরনো পাঠকরাও বার বার পড়ে থাকেন।
এখানে প্রত্যেক দ্বিতীয় গল্প কালজয়ীর তকমা দেওয়ার মানুষের অভাব হবে না। সেক্ষেত্রে কালজয়ীর প্রকৃত অর্থ খোঁজার চেষ্টা করছিলাম অনেক দিন ধরে।
উত্তর পেলাম আমারই এক পুরনো শিক্ষকের কাছে থেকে। তাকে জিজ্ঞেস করেছিলাম কালজয়ী সৃষ্টি কাকে বলা হয়? প্রকৃত কালজয়ী কাকে বলা হয়?
তিনি বলেছিলেন কোন সৃষ্টকে তখনই কালজয়ী বলা হবে যখন মানুষ স্রষ্টার চেয়ে সৃষ্ট প্রাধান্য পাবে। সৃষ্টি হবে মুখ্য এবং স্রষ্টা হবে গৌণ থেকে গৌণতর। মানুষ সৃষ্টিকে কাছে পেয়ে এতোটাই বিভোর হয়ে যাবেন যে তার মাথায় স্রষ্টার চিন্তাই আসবে না।
তিনি উদাহরণ হয়ে বলেছিলেন। আমাদের হাওড়া ব্রিজও তো কালজয়ী একখানা স্থাপত্য। আমি হেসেছিলাম। তিনি বলেছিলেন কেন? সেও তো কালজয়ী কালান্তরে একই ভাবে দাঁড়িয়ে আছে। তার ধারণ ক্ষমতা, সৌন্দর্যটা বিলিয়ে চলেছে কোন কাল থেকে। সেকি কালজয়ী নয়? অবশ্যই কালজয়ী।