27-10-2024, 11:38 AM
(26-10-2024, 10:53 PM)বহুরূপী Wrote: কারণ দুটো:-ধন্যবাদ। তবে একজন কিশোরী প্রথম প্রেমে উন্মুখ ও কামে জরজর হইয়া থাকে। তাহার চরিত্রে এরূপ দার্ঢ্য তুলনারহিত। বয়স না উল্লেখ করিয়াও তাহাদের প্রথম রমণের মনোমুগ্ধকর বর্ণনা দেওয়া যাইত বলিয়া বোধ হয়। তাহা পাঠকপাঠিকাগণ অবলোকন ও শ্রবণ করিয়া পুলকিত হইতেন।
প্রথম কারণ, হেমলতা নিজেই চায় না তার বাবা-মায়ের আশির্বাদ ছাড়া সঞ্জয় ও তার সংসার জীবন শুরু হোক। এটি গল্পতেও বলা হয়েছে।
দ্বিতীয় কারণ, আমি প্রথম থেকে পড়ে দেখছি গল্পে হেমলতার বয়স উল্লেখ্য করেছি কি না।