26-10-2024, 05:49 PM
(23-10-2024, 06:53 AM)বহুরূপী Wrote: সঞ্জয় ভেবে পায়না এমন সাজে তার এঘরে কেন আগমন।তাদের বিয়ে হয়েছে সপ্তাহখানেকের ওপরে। কিন্তু এর মধ্যে হেমের মনটি শুধুই পালিয়ে পালিয়ে থেকেছে যেন। হেমের মন ভাব বুঝে সঞ্জয় নিজেও তাকে কাছে পেলে বিশেষ জোর করেনি কখনোই। তবে অল্প আদর যে সে করেনি তাও নয়, হাতের নাগালে পেলেই অল্পস্বল্প আদর সে হেমকে প্রতিবারই করেছে। আজকেও তার ব্যতিক্রম হলো না,তবে আদরের পরিমাণ আজ একটু বাড়লো কি? কি জানি! আজ একটু আন্য রকম লাগছে হেমকে। এ যেন খানিক হেম ও বেশ খানিকটা অন্য কারো স্পর্শ।
দেখছি অন্য পাঠকও একই কথা জিজ্ঞেস করছেন। আমারও প্রশ্ন একই। এক সপ্তাহ বিয়ে হয়ে যাবার পরও হেম এখনো অক্ষতযোনি? অভিমানে তার তো সর্বদা ক্রন্দনরতা থাকা উচিত।