25-10-2024, 10:15 PM
(11-10-2024, 04:35 AM)বহুরূপী Wrote: তখন দেখা গেল পরিকল্পনা মত তালদীঘিতে মায়ের মন্দিরে হেমলতাকে নিয়ে আর ওঠি চল না।এতে যথেষ্ট বিপদ আছে। সুতরাং সঞ্জয়ের নৌকাটি নদীপথে তালদীঘির ঘাট ছাড়িয়ে সামনে এগিয়ে গেল।এবং অবশেষে দূরের এক মন্দিরে বিবাহের কার্যক্রম সম্পূর্ণ করে বাড়ি ফিরতে ফিরতে দুপুরঘুরে গিয়ে, বিকেলও প্রায় যায় যায় অবস্থা। শেষ বিকেলে সন্ধ্যের আগে আগে সারিবদ্ধ তালগাছের মধ্যের রাস্তায় দুখানা গরুর গাড়ি দেখা গেল।
সামনের গাড়িতে ছইয়ের ভেতরে সঞ্জয় ও মন্দিরাকে কোলে করে নতুন বধূ আমাদের হেমলতা ছিল জড়সড় হয়ে। ভয়ের কারণেই হোক বা কান্না লুকাইতে,হেমলতার মাথার ঘোমটাখানা প্রায়ই দের হাত টানা।
(25-10-2024, 01:59 PM)বহুরূপী Wrote: কমেন্ট পড়ে প্রথমটায় আমি নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। যাই হোক, পর্ব নং২৮ পড়ে দেখুন।
হেমের বিয়ে এতটাই সংক্ষেপে দেওয়া, যে বোঝাই যায় না বিয়ে হয়েছে। তা নতুন বিয়ে মন্দিরে কেন? সামাজিক কেন হল না? মেয়ের বাড়ির লোকজন রাজি ছিল না, নাকি?
হেম কি এখনো কুমারীই রয়ে গিয়েছে? সঞ্জয় নতুন বঁধুরমণ করে নাই? হেমের তো সন্দেহে কেঁদে ভাসিয়ে দেওয়ার কথা তাহলে।