25-10-2024, 03:50 PM
(25-10-2024, 11:26 AM)বহুরূপী Wrote: ওটা শুধুমাত্র একটা থিওরি বা তত্ত্ব। আর যদি সত্য হয়েও থাকে তবে বলবো- এই যুগে মাতৃতান্ত্রিক পরিবার হবে ভয়ংকর। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি নারী বলতে তেমন কেউকে খুঁজে পাই না। চারদিকে যাই দেখি সবই বিদেশি পুতুল। ঠিক আগের দিনে যেমন ছিল দেশি পুতুল তেমনই। নারী খুঁজে পাওয়া এখন এক বিশাল ভাগ্যের ব্যাপার।
বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মেয়েদের সম্মন্ধে আপনার মতামত সঠিক। কিন্তু, নারীদের পুতুল সাজিয়ে রাখাটাও পুরুষতান্ত্রিক ষড়যন্ত্র। নাহলে, ছেলেদের আন্ডারওয়্যারের বিজ্ঞাপনেও নারীদের ছবি লাগাতে হয়।
কিন্তু, মাতৃতান্ত্রিক সমাজের চিত্র ঐতিহাসিকরাই বলেছেন। মানুষ যখন যুথবদ্ধ হতে শুরু করলো, তখন যৌথ জীবন মাতৃতান্ত্রিক ছিলো। কারণ, মা-য়ের সঙ্গে সন্তানের বন্ধন অচ্ছেদ্য। বাহ্যিক বলপূর্বক তাকে ছিন্ন করতে হয়। অপরদিকে, পিতৃত্ব (যতই তেঁতো লাগুক না কেন) কাল্পনিক। মা যাকে পিতা হিসাবে চিহ্নিত করবেন তিনিই সমাজ স্বীকৃত পিতা (বাস্তবে যাই হোক না কেন)।
যাই হোক, এই ফোরামে আমরা ইরোটিক গল্প উপভোগ করতে আসি; কখনো বা পাঠক হিসাবে কখনো বা লেখক। তর্ক করতে চাই না।