25-10-2024, 02:04 AM
বিদ্যার এহেন সম্মতি যেন বুকে শুল বিঁধে যাওয়ার মতো হলো।কিন্তু আফসোস পরম বৈচিত্র্যময় বিচিত্র মহাশয় আমাদের কথা আর ভাবলেন কই?আদৌও কী কখনো বিচিত্র মহাশয়ের সুমতি ফিরবে যে নাহ যাই বিদ্যার সাগরে দোর্দণ্ডপ্রতাপে বীর বিক্রম তার জাহাজের মাস্তুল খাটিয়ে দাঁড় বাইয়ে আসি।
বিচিত্রের সুমতি হোক,আর ভক্তকূলের সুপ্ত আকাঙ্খার একটা গতি হোক।
বিচিত্রের সুমতি হোক,আর ভক্তকূলের সুপ্ত আকাঙ্খার একটা গতি হোক।