24-10-2024, 07:47 AM
(23-10-2024, 11:24 PM)Asifgadha Wrote: নরম ভাবে লিখলে অন্য লেখার মত হয়ে যায়। অথবা সরাসরি রাজি করানো অন্তত এদেশের বেশিরভাগ মেয়েকে সম্ভব নয়। আমার voyeur, hidden ইত্যাদি পছন্দ। আর নিজের ভেতরের পশুটাকে লেখার মাধ্যমে বের করে আনাতে দোষের কিছু দেখি না। এজন্যই শুরুতে লিখেছি, এই গল্প সবার জন্য নয়।
আপনি লেখুন আপনার ইচ্ছামতো। পাঠক হিসেবে আমাদের নিজস্ব পছন্দ অপছন্দ থাকতেই পারে। এক পার্ট খারাপ লাগবে তো আরেক পার্ট ভালো লাগবে। এরকম হওয়াটাই বরং স্বাভাবিক। তাই বলে শুধু এজন্য কোনো ভালো কারণ ছাড়া আমাদের কথা শুনে আপনার মাথায় যে অরিজিনাল প্লট টা আছে সেটা পাল্টানোর কোনো প্রয়োজন নেই। এতে লেখা ভালোর থেকে বরং খারাপ ই হয় বেশী। আপনি স্বাধীনভাবে কোনো প্রেসার না নিয়ে লিখতে থাকুন।
আর হ্যা, পরের আপডেট এর অপেক্ষায় রইলাম।