23-10-2024, 12:20 AM
(22-10-2024, 08:38 AM)বহুরূপী Wrote: কিভাবে সারা শব্দ পাবে ভাই, বাংলা ফোরাম কেমন যেন হয়ে গেছে! সমালোচনা করে কমেন্ট করলেই (পাঠক-লেখক) সবাই ক্ষেপে যায়। এই অবস্থায় অনেকে ভেবে নেয় চুপ থাকাই উত্তম। কিছু করার নেই, এইসব দেখে মাঝে মাঝে মনে হয়, আমরা এখনো সেই বাচ্চাদের মতো আচরণ কেন করি?আমিও ইচ্ছে করে চুপ থেকে লেখককে সমর্থন দেই। কারন এখানে সকল লেখকরা ফ্রীতে লিখেন, তার উপর নিষিদ্ধ সাইট।এমন নয় যে লিখে পরবর্তীতে পাবলিশ করে নাম ও পয়সা কামাতে পারবেন।
আরো আছে লেখক ও ভালো লেখকের ঘাটতি।
তাই লেখকের ছোট খাট ভুল নজর আন্দাজ করে উতসাহ
দেয়াটাই বেটার অপশন মনে করি।
-------------অধম