20-10-2024, 12:33 PM
(18-10-2024, 11:29 PM)Henry Wrote: ঢেউ খেলছে নদীর বুকে। গঙ্গা স্রোতস্বিনী। এই নদী দিয়ে হাজার হাজার কিউবিক জল বয়ে যায় প্রতিদিন। প্রতিদিন কত মানুষ আসে সমস্ত গ্লানি, পাপ ধুয়ে পবিত্রতা অর্জন করতে। জয়ন্ত ধার্মিক নয়, নাস্তিক নয়। সে আসলেই সংশয়বাদী। মিতার হাত তার কোলের উপরে। জয়ন্ত ঐ হাতের তালুতে নিজের হাত রেখেছে। মিতা বললে---জয়ন্ত দা, আমরা এমন করেই ভেসে যাচ্ছি। আমাদের এবার থামা দরকার।কত সাবলীল বাচনভঙ্গি। হাতের তালুর নিচে ব্রার স্ট্র্যাপের অনুভূতি। এই ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলেই লেখাকে নিয়ে গেছে আলাদের স্বাদের জগতে।
জয়ন্ত বললে---নদীকে জিজ্ঞেস করো, যারা ভাসছে তারা তাদের নিজের ইচ্ছায় থামে নাকি নদীই ওর ইচ্ছেমতো কোনো এক কিনারে থামিয়ে দেয়।
মিতা হাসলো। বলল---আপনি খুব রোমান্টিক জয়ন্ত দা। আপনার সাথে থাকলে মনে হয় মুক্ত বাতাস পাচ্ছি।
জয়ন্ত নিজের হাতটা মিতার হাতের তালু থেকে ওর পিঠে রাখলে। তারপর মিতার মাংসল কোমল পিঠে ফেরাতে লাগলো কামার্ত ভাবে। টের পেল ব্রায়ের স্ট্র্যাপ পিঠে স্পষ্ট। মিতার কাঁধের কাছে নাক ঠেকিয়ে বলল---হাঁটু জলে নামিনি আমি, মিতা। তোমার গভীরে নেমেছি।