19-10-2024, 12:14 PM
(16-10-2024, 05:16 AM)বহুরূপী Wrote: সঞ্জয়ের শয়নকক্ষে মুখোমুখি নয়নতারা ও সঞ্জয় বসে।
– বললেই কি হয়! এত রাতে দুটি মেয়ে মানুষ কোথায় যায় বল?
– রাতে যেতে কে বলেছে,আজ থেকে কাল সকালে বেড়িয়ে যাক।আমি ও আপদ বাড়িতে রাখবো না।
– আচ্ছা ও সকালে দেখা যাবে না হয়।এখন খেতে এসো।
– না বৌদিমণি, আগে এই সমস্যার সমাধান কর,তারপর খাওয়া দাওয়া।
নয়নতারা উঠতেই যাচ্ছিল সঞ্জয়ের কথায় আবারও বসলো।
– আমি কি করবো শুনি? তুমি আমার কথা শুনলে তবে ত। যদি না রাখতে চাও তবে নিজে গিয়ে বলে এসো। আমায় ওসবে টানা কেন?
– কিন্তু বৌদিম...
– না ওসব বললে হবে না।তাদের বের করতে হয় তো তুমি গিয়ে কর। আমায় করতে বললে এখনি কিছু হচ্ছে না।
একথায় সঞ্জয় খানিকক্ষণ চুপ করে বসে থাকে।তারপর মৃদুস্বরে প্রশ্ন করে,
– দাদা কেমন আছে এখন?
– আছে ভালোই,ভাগবান করুন তো এবার যদি শিক্ষা হয়। এসো নিচে খাবে চল।
যৌনতার বর্ণনা একবের অনেকটা সাবলীল। দীর্ঘ রমণের সময় কথোপকন আরও ডিটেলে দেওয়া যায় যদিও। তাতে নায়ক নায়িকার মানসিকতাও ফুটে ওঠে।
সৌদামিনীকে কৌতুকপ্রিয়া লজ্জাহীনা মনে হল।
সঞ্জয় মারামারিতে ভাগ নিয়েছিল। সোহমও সেখানে ছিল নাকি? তার আহত হবার গল্পটা কি?