18-10-2024, 11:48 PM
পর্ব: ১৩
গত সপ্তাহে যে তীব্র গরম গেল, এ সপ্তাহে তার বৈপরীত্য। বর্ষা নেমেছে ক'দিন হল। কলকাতার কোনো কিছুতেই নিস্তার নেই। তীব্র দাবদাহের মহানগর এখন জমা জলে ডেঙ্গুর উৎপাতে অস্থির। জয়ন্তদের হাসপাতালেও ব্যাতিব্যস্ততা বেড়ে গেছে বহুগুণ। প্রতিদিন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে মানুষ।
চামচ নেড়ে মুড়ি ঘুঘনি চিবোচ্ছিল জয়ন্ত। বিট্টু আর লাট্টু এ কদিনে এ বাড়ির জীবনে অভ্যস্ত হয়ে গেছে। হয়ে গেছে মানে সুচির আদরে আবদারে ওরা দাপিয়ে বেড়াচ্ছে এ বাড়ির সর্বত্র।
সুচিত্রা সদ্য ঘুম থেকে উঠে দাঁত মুখ না ধুয়ে জয়ন্তের জন্য চা জল খাবার দিয়ে গেল। অংশু কিংবা ছেলে দুটো এখনো ঘুমোচ্ছে। সবে মাত্র সাড়ে ছ'টা। আজ রবিবার বলে অংশুকেও ডেকে তোলেনি সুচি।
চা দিয়ে যাবার সময় সুচির মুখের দিকে তাকিয়ে জয়ন্ত বুঝতে পারলে ওর চোখে মুখে বিরক্তির ছাপ। এমনিতে সর্বদা চশমা ছাড়া অচল সদ্য ঘুম থেকে ওঠা সুচিত্রার চশমাহীন চোখে একটা কুঁচকানো ভাব তৈরি হয়। জয়ন্ত বললে---কি হল? সাত সকালে অমন মুখটা বাংলার পাঁচ করে রেখেছ কেন?
সুচিত্রা শাড়ির আঁচলটা কোমরে বাঁধতে বাঁধতে বলল---বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে কেন বুঝি না।
---গ্যাস-অম্বল নাকি? খালি পেটে জল খাও দেখি এক গেলাস ভালো করে।
স্তনে হাত দিয়ে সে বললে---আরে ধুস! তেমন নয়। কেমন যেন টিপলেই ব্যথা।
জয়ন্ত হাসল। বলল---আমি কিন্তু টেপাটিপি করে ব্যাথা করে দিইনি। দেখো তোমার নতুন দুটো দুগ্ধপোষ্য করল কিনা।
সুচি মুখ ব্যাজার করে চলে গেল বাথরুমে। জয়ন্ত চায়ে চুমুক দিয়ে খবরের কাগজের প্রথম পাতাটা পড়তে লাগলো। দ্বিতীয় পাতা ওল্টাতে না ওল্টাতেই বাথরুম থেকে সুচি চিৎকার করে বললে---কই গো এদিকে একবার আসবে?
---কি হয়েছে?
---এদিকে একবার এসো। জলদি।
জয়ন্ত কাগজটা টেবিলের ওপর রেখে বিরক্তি সহকারে উঠে গেল বাথরুমে। সুচি বাথরুমের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সায়া ব্লাউজ পরে। তারপর ফিসফিসিয়ে বললে---দুদুতে তরল মত কি বেরুচ্ছে কেন বলতো?
জয়ন্ত লক্ষ্য করল সুচি ব্লাউজের উপর দিয়েই স্তনে চাপ দিয়ে ভিজিয়ে দিয়েছে। তারপর জয়ন্তের সামনেই বাম স্তনটা উন্মুক্ত করে নিজেই চেপে ধরল। জয়ন্ত দেখলে সত্যিই তাই! সুচির স্তন দিয়ে মৃদু সাদা তরল বেরিয়ে এলো। বড্ড ভয় সুচির চোখে মুখে।
সুচিত্রার বড্ড চিন্তিত মুখ দেখে জয়ন্ত ঠাট্টা করে বলল---সুচি তুমি কনসিভ করেছ।
---কি বলছ!
ভয় পেয়ে আঁতকে উঠল সুচিত্রা। এত বড় ছেলে-মেয়ের মা সে, এই বয়সে কনসিভ করলে লোকলজ্জার একশেষ। সুচি ভয় পেয়ে পুনরায় বলল---কি করে! সেবার তো পিল নিয়েছিলাম!
জয়ন্ত হেসে উঠল সশব্দে। যদিও তারও দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা গর্ভবস্থা নিয়ে নয়। এ লক্ষণ যে গর্ভবস্থার কারনে নয় জয়ন্ত বিলক্ষণ বুঝতে পারছে। তার শঙ্কা অন্য, ব্রেস্ট ক্যানসারের লক্ষণও অকস্মাৎ স্তনে তরল ক্ষরিত হওয়া। সে বলল---সুচি, ওপাশেরটা দেখি।
সুচি দ্রুত অন্যটা বের করে টিপতেই ওখান থেকেও ফিনকি দিয়ে সাদা তরল বেরিয়ে ছিটকে পড়ল আয়নায়। জয়ন্ত ডাক্তার, মেয়েদের বুকে গর্ভাবস্থায় দুধ আসে এত তাড়াতাড়ি নয়। সুচি যদি গর্ভবতী হত তবে গর্ভাবস্থার লক্ষণগুলি আগে আসতো, আগে ল্যাকটেশন নয়। ব্রেস্ট ক্যানসার হলে শুধুমাত্র ক্যানসার কোষ থাকা স্তনে ক্ষরণ হয়। কিন্তু দুটি স্তনে এমন ক্ষরণ সাধারণত বিরল। যদি না দুটি স্তনেই ক্যানসার কোষ থাকে। জয়ন্ত তার চিকিৎসা বিজ্ঞানের বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করতে লাগলো।
অকস্মাৎ তার মাথায় এলো সুচি ক'দিন ধরেই দুটো বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে স্তন চুষতে দিচ্ছে। ব্রেস্ট সিমুলেশন বা স্তনে উদ্দীপনার বিষয়টি জয়ন্তের মাথায় এলো তৎক্ষনাৎ। নারী দেহ রহস্যময়। জয়ন্তর নিশ্চিত হওয়া দরকার। সে এই বিষয়ের ডাক্তার নয়। কোনো স্পেশালিস্ট না দেখিয়ে সিদ্ধান্তে আসা অনুচিত।
জয়ন্ত বললে----দুটি কারন হতে পারে। এক তুমি যে ঐ দুটো ছোঁড়াকে দিনভর দুধ টানাচ্ছ, তার ফলে সত্যিকারেই দুধ এসে থাকতে পারে। একে বলে ব্রেস্ট সিমুলেশন। মা তার সন্তানকে স্তনপান করানোর সময় সে যে মাতৃত্বের উদ্দীপনা পায়, তাতে বুকে দুধ আসতে পারে। এমনকি ড্রাই ব্রেস্ট মানে শুষ্ক স্তনও দিনের পর দিন শিশুর মুখে দিলে শিশুর সাকিংয়ের জন্য উদীপ্ত হয়ে দুধ আসতে পারে। একে ব্রেস্ট সিমুলেশন বলে। আর দ্বিতীয় সম্ভাবনা খুব বিপদের।
সুচি দ্বিতীয় সম্ভবনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বললে---দ্বিতীয়টা কি?
---স্তন ক্যানসার। তবে সেটা হলে একটা স্তনেই হত। কিন্তু দুটি স্তনেই ক্যানসার সেল আছে এমনটা বিরল। ক্যানসার হলে ক্ষরিত তরলটা কিন্তু দুধ নয়।
সুচিত্রা টেনশনে বলল---তাহলে?
জয়ন্ত বললে---আজ তো রবিবার, তোমার কলেজ নেই। চলো ডাঃ সেনকে দেখিয়ে আনি।
সুচি তৎক্ষনাৎ মুখ ঘুরিয়ে বললে---না না। তোমার ঐ কলিগ সব পুরুষ ডাক্তার। ওদেরকে আমি এসব দেখাতে পারব না।
জয়ন্ত হাসতেই থাকলো। হাসি যেন তার থামেই না। বলল---ডাঃ মধুছন্দা সেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। লেডি ডাক্তার। আর লোকে বলে ডাক্তার আর উকিলের কাছে কিছু লুকোতে নেই।
আচমকা সুচি থেমে গেল। জয়ন্ত দেখলে অংশু ঘুম থেকে উঠে বাথরুমের দিকেই আসছে। ছেলেকে দেখে ওরা দুজনেই চুপ করে গেল। জয়ন্ত এসে বসল নিজের চেয়ারে। সুচি কাছে আসতেই ফিসফিসিয়ে বলল---স্নান করে রেডি হয়ে নাও। ডাঃ সেন কিন্তু সকাল সকাল আসেন। বেশিক্ষণ থাকেন না। বড্ড অলস প্রকৃতির মহিলা। কাজে ফাঁকি দেন খুব। কিন্তু দক্ষ চিকিৎসক।
***
গত সপ্তাহে যে তীব্র গরম গেল, এ সপ্তাহে তার বৈপরীত্য। বর্ষা নেমেছে ক'দিন হল। কলকাতার কোনো কিছুতেই নিস্তার নেই। তীব্র দাবদাহের মহানগর এখন জমা জলে ডেঙ্গুর উৎপাতে অস্থির। জয়ন্তদের হাসপাতালেও ব্যাতিব্যস্ততা বেড়ে গেছে বহুগুণ। প্রতিদিন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে মানুষ।
চামচ নেড়ে মুড়ি ঘুঘনি চিবোচ্ছিল জয়ন্ত। বিট্টু আর লাট্টু এ কদিনে এ বাড়ির জীবনে অভ্যস্ত হয়ে গেছে। হয়ে গেছে মানে সুচির আদরে আবদারে ওরা দাপিয়ে বেড়াচ্ছে এ বাড়ির সর্বত্র।
সুচিত্রা সদ্য ঘুম থেকে উঠে দাঁত মুখ না ধুয়ে জয়ন্তের জন্য চা জল খাবার দিয়ে গেল। অংশু কিংবা ছেলে দুটো এখনো ঘুমোচ্ছে। সবে মাত্র সাড়ে ছ'টা। আজ রবিবার বলে অংশুকেও ডেকে তোলেনি সুচি।
চা দিয়ে যাবার সময় সুচির মুখের দিকে তাকিয়ে জয়ন্ত বুঝতে পারলে ওর চোখে মুখে বিরক্তির ছাপ। এমনিতে সর্বদা চশমা ছাড়া অচল সদ্য ঘুম থেকে ওঠা সুচিত্রার চশমাহীন চোখে একটা কুঁচকানো ভাব তৈরি হয়। জয়ন্ত বললে---কি হল? সাত সকালে অমন মুখটা বাংলার পাঁচ করে রেখেছ কেন?
সুচিত্রা শাড়ির আঁচলটা কোমরে বাঁধতে বাঁধতে বলল---বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে কেন বুঝি না।
---গ্যাস-অম্বল নাকি? খালি পেটে জল খাও দেখি এক গেলাস ভালো করে।
স্তনে হাত দিয়ে সে বললে---আরে ধুস! তেমন নয়। কেমন যেন টিপলেই ব্যথা।
জয়ন্ত হাসল। বলল---আমি কিন্তু টেপাটিপি করে ব্যাথা করে দিইনি। দেখো তোমার নতুন দুটো দুগ্ধপোষ্য করল কিনা।
সুচি মুখ ব্যাজার করে চলে গেল বাথরুমে। জয়ন্ত চায়ে চুমুক দিয়ে খবরের কাগজের প্রথম পাতাটা পড়তে লাগলো। দ্বিতীয় পাতা ওল্টাতে না ওল্টাতেই বাথরুম থেকে সুচি চিৎকার করে বললে---কই গো এদিকে একবার আসবে?
---কি হয়েছে?
---এদিকে একবার এসো। জলদি।
জয়ন্ত কাগজটা টেবিলের ওপর রেখে বিরক্তি সহকারে উঠে গেল বাথরুমে। সুচি বাথরুমের বড় আয়নার সামনে দাঁড়িয়ে সায়া ব্লাউজ পরে। তারপর ফিসফিসিয়ে বললে---দুদুতে তরল মত কি বেরুচ্ছে কেন বলতো?
জয়ন্ত লক্ষ্য করল সুচি ব্লাউজের উপর দিয়েই স্তনে চাপ দিয়ে ভিজিয়ে দিয়েছে। তারপর জয়ন্তের সামনেই বাম স্তনটা উন্মুক্ত করে নিজেই চেপে ধরল। জয়ন্ত দেখলে সত্যিই তাই! সুচির স্তন দিয়ে মৃদু সাদা তরল বেরিয়ে এলো। বড্ড ভয় সুচির চোখে মুখে।
সুচিত্রার বড্ড চিন্তিত মুখ দেখে জয়ন্ত ঠাট্টা করে বলল---সুচি তুমি কনসিভ করেছ।
---কি বলছ!
ভয় পেয়ে আঁতকে উঠল সুচিত্রা। এত বড় ছেলে-মেয়ের মা সে, এই বয়সে কনসিভ করলে লোকলজ্জার একশেষ। সুচি ভয় পেয়ে পুনরায় বলল---কি করে! সেবার তো পিল নিয়েছিলাম!
জয়ন্ত হেসে উঠল সশব্দে। যদিও তারও দুশ্চিন্তা হচ্ছে। দুশ্চিন্তা গর্ভবস্থা নিয়ে নয়। এ লক্ষণ যে গর্ভবস্থার কারনে নয় জয়ন্ত বিলক্ষণ বুঝতে পারছে। তার শঙ্কা অন্য, ব্রেস্ট ক্যানসারের লক্ষণও অকস্মাৎ স্তনে তরল ক্ষরিত হওয়া। সে বলল---সুচি, ওপাশেরটা দেখি।
সুচি দ্রুত অন্যটা বের করে টিপতেই ওখান থেকেও ফিনকি দিয়ে সাদা তরল বেরিয়ে ছিটকে পড়ল আয়নায়। জয়ন্ত ডাক্তার, মেয়েদের বুকে গর্ভাবস্থায় দুধ আসে এত তাড়াতাড়ি নয়। সুচি যদি গর্ভবতী হত তবে গর্ভাবস্থার লক্ষণগুলি আগে আসতো, আগে ল্যাকটেশন নয়। ব্রেস্ট ক্যানসার হলে শুধুমাত্র ক্যানসার কোষ থাকা স্তনে ক্ষরণ হয়। কিন্তু দুটি স্তনে এমন ক্ষরণ সাধারণত বিরল। যদি না দুটি স্তনেই ক্যানসার কোষ থাকে। জয়ন্ত তার চিকিৎসা বিজ্ঞানের বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করতে লাগলো।
অকস্মাৎ তার মাথায় এলো সুচি ক'দিন ধরেই দুটো বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে স্তন চুষতে দিচ্ছে। ব্রেস্ট সিমুলেশন বা স্তনে উদ্দীপনার বিষয়টি জয়ন্তের মাথায় এলো তৎক্ষনাৎ। নারী দেহ রহস্যময়। জয়ন্তর নিশ্চিত হওয়া দরকার। সে এই বিষয়ের ডাক্তার নয়। কোনো স্পেশালিস্ট না দেখিয়ে সিদ্ধান্তে আসা অনুচিত।
জয়ন্ত বললে----দুটি কারন হতে পারে। এক তুমি যে ঐ দুটো ছোঁড়াকে দিনভর দুধ টানাচ্ছ, তার ফলে সত্যিকারেই দুধ এসে থাকতে পারে। একে বলে ব্রেস্ট সিমুলেশন। মা তার সন্তানকে স্তনপান করানোর সময় সে যে মাতৃত্বের উদ্দীপনা পায়, তাতে বুকে দুধ আসতে পারে। এমনকি ড্রাই ব্রেস্ট মানে শুষ্ক স্তনও দিনের পর দিন শিশুর মুখে দিলে শিশুর সাকিংয়ের জন্য উদীপ্ত হয়ে দুধ আসতে পারে। একে ব্রেস্ট সিমুলেশন বলে। আর দ্বিতীয় সম্ভাবনা খুব বিপদের।
সুচি দ্বিতীয় সম্ভবনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বললে---দ্বিতীয়টা কি?
---স্তন ক্যানসার। তবে সেটা হলে একটা স্তনেই হত। কিন্তু দুটি স্তনেই ক্যানসার সেল আছে এমনটা বিরল। ক্যানসার হলে ক্ষরিত তরলটা কিন্তু দুধ নয়।
সুচিত্রা টেনশনে বলল---তাহলে?
জয়ন্ত বললে---আজ তো রবিবার, তোমার কলেজ নেই। চলো ডাঃ সেনকে দেখিয়ে আনি।
সুচি তৎক্ষনাৎ মুখ ঘুরিয়ে বললে---না না। তোমার ঐ কলিগ সব পুরুষ ডাক্তার। ওদেরকে আমি এসব দেখাতে পারব না।
জয়ন্ত হাসতেই থাকলো। হাসি যেন তার থামেই না। বলল---ডাঃ মধুছন্দা সেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। লেডি ডাক্তার। আর লোকে বলে ডাক্তার আর উকিলের কাছে কিছু লুকোতে নেই।
আচমকা সুচি থেমে গেল। জয়ন্ত দেখলে অংশু ঘুম থেকে উঠে বাথরুমের দিকেই আসছে। ছেলেকে দেখে ওরা দুজনেই চুপ করে গেল। জয়ন্ত এসে বসল নিজের চেয়ারে। সুচি কাছে আসতেই ফিসফিসিয়ে বলল---স্নান করে রেডি হয়ে নাও। ডাঃ সেন কিন্তু সকাল সকাল আসেন। বেশিক্ষণ থাকেন না। বড্ড অলস প্রকৃতির মহিলা। কাজে ফাঁকি দেন খুব। কিন্তু দক্ষ চিকিৎসক।
***