18-10-2024, 12:57 PM
(06-10-2024, 10:25 PM)Henry Wrote: জয়ন্ত আজও দেখছে সুচি ওদের ঘুম পাড়াতে তার ফর্সা ছোট ছোট ঈষৎ ঝোলা দুটি শুষ্ক স্তন তুলে দিয়েছে দুটি শিশুর মুখে। নাঃ সুচির মাইতে এক ফোঁটা দুধ নেই, তবু সুচি যেন মাতৃত্বে সম্পূর্ণা এক নারী। মিতার স্তন যতই পুষ্ট ও বড় হোক, সেই স্তনে কোনো হৃদয় নেই। যা সুচির আছে। মিতার স্তন যেন শুধুই যৌন আবেদনের বিষয়বস্তু, সুচির স্তন স্নেহের পরশ। সুচির ফর্সা গায়ের সাথে লেপ্টে রয়েছে দুটি বিসমবর্ণের শিশু। জয়ন্ত দেখছে ওদের তৃপ্তি। কিছুই পাচ্ছে না ওরা, এক ফোঁটা দুধ নেই সুচিত্রার মাইতে, অথচ কি প্রবলভাবে ওরা সুচিকে জড়িয়ে ধরে টান দিচ্ছে।এই অনুচ্ছেদটির বারবার পড়া যায়।
জয়ন্ত এই মায়াবী মুহূর্তে আর এক বিন্দু না দাঁড়িয়ে চলে এলো ঘর থেকে। এখন সুচি মা। ঠিক যেমন ছোটবেলায় সুচির পিউ বা অংশুর জন্য আলাদা পরিসর থাকতো তেমন। সেখানে অন্য কারোর এক্তিয়ার নেই।
চলবে।