16-10-2024, 03:42 PM
(16-10-2024, 05:16 AM)বহুরূপী Wrote: এদিকে হেমলতা গেলে সৌদামিনী এসে দাড়ায় ভেতরের বারান্দায়।নয়নতারা তখন কলঘরে। সিঁঁড়ির সামনে দাঁড়িয়ে নয়নতারার উদ্দেশ্যে দামিনী বলে,সৌদামিনী ও নয়নতারা সমবয়সী?
– এই রাতবিরাতে আবারও নাইতে গেল কেন?
সৌদামিনী ও নয়নতারা সমবয়সী।কলকাতায় দুদিন তার বাড়িতে থেকে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছে তাদের দূজনের মাঝে।তাইতাদের মধ্যে একরকম সইয়ের সম্পর্ক। কলঘর থেকে নয়নতারা উত্তর দেবার আগেই বাইরে যাবার দরজার কে যেন ডাকে। সৌদামিনী বারান্দায় না দাঁড়িয়ে ভেতরে ঢুকে দ্বার খুলতে।একটু পরেই সাথে একটি বালিকাকে নিয়ে আবারও বারান্দায় ঢোকে দামিনী। নয়নতারা তখনও কলঘরে।বালিকা বারান্দা থেকে নেমে কলঘরের দুয়ারের সমুখে গিয়ে বলল,
– নয়ন বৌদি! ছোট কাকিমার ছেলে হয়েছে গো,দিদিমা ডাকে তোমায়।
– কখন হল! আচ্ছা মেয়ে ত তুই, এতখনে খবর হলো! সারাদিন কোথায় ছিলি?
রাত্রিরের এই ঘটনাটি এই রূপ হল।
অর্থাৎকিনা সঞ্জয়ের থেকে সে প্রায় আট বছরের বড়?