07-10-2024, 08:34 PM
(07-10-2024, 03:00 PM)বহুরূপী Wrote: লিখতে লিখতে হঠাৎ মনে হল লেখা ভালো হচ্ছে না ।আর এমনটা মনে হতেই খেই হারিয়ে ফেলেছি। তাই আর লিখতে মন সায় দেয়নি।
আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম❤️
থামবেন না। সঙ্গমকালীন বর্ণনায় অতি ক্ষুদ্র, তুচ্ছ মুহূর্তগুলোই মাধুর্য ছড়ায়। প্রতিটি ক্ষণের বর্ণনা ধীরে ধীরে দিন। অনেকটা চেটে চেটে আচার খাওয়ার মত। যত সময় লাগবে খেতে ততই ভালোলাগা ছড়িয়ে যাবে। দশ মিনিটের রমণের বর্ণনা এমনি করে দুতিন পাতা ধরেও দিলে তা মহামূল্যবান কাম সাহিত্য হয়ে ওঠে।