05-10-2024, 05:35 PM
(04-10-2024, 05:06 PM)বহুরূপী Wrote: দুপুরের দিকে আবারও বৃষ্টি। জানালার বাইরে যতদূর চোখ যায়, গাছপালা ঝাঁপসা দেখাচ্ছে। এলোমেলো বাতাসে একপাশের বাঁশ বন অল্প অল্প দোল খাচ্ছে, দিনের বেলাতেও আম বাগানটাকে কেমন ভুতুড়ে মনে হয়। হেমলতার নিশ্বাস পড়ছিল ঘনঘন। হাতে থাকা কাগজপত্র গুলো একটা শাড়ির মধ্যে ঢুকিয়ে এলোমেলো কাপড়গুলো তার ওপড়ে চাপিয়ে দেয় হেম। তারপর সশব্দে আলমারির ঢালা দুটো লাগিয়ে মেঝেত বসে পরে সে।ভাই তোমার যৌনসঙ্গমের যে বিস্তৃত বিবরণ, সেটা অসামান্য হচ্ছে। আরও ডিটেলে বল। তাদের কথোপকথনও তাদের মধ্যে যৌনতায় অন্য মাত্রা এনে দিয়েছে।