04-10-2024, 11:50 PM
প্রথমে ভেবেছিলাম একবার সঞ্জয় আর নয়নতারার মিলন হয়ে গেলে গল্পটার প্রতি আমি আকর্ষণ হারাবো। কিন্তু লেখক সঞ্জয় ও নয়নতারার সেই প্রথম মিলনের আপডেট থেকে এখন পর্যন্ত তার লেখার প্রতি আমার আকর্ষণ সলিডভাবে ধরে রাখতে পেরেছেন। এমনকি আকর্ষণ না কমে বরং বাড়ছে বলা চলে।
প্রায় প্রতিটা চরিত্রকেই আপনি কমবেশী জীবিত করে তুলেতে পেরেছেন পূর্বের পর্বগুলোতে তাদের কথাবার্তা, আচরণ, মানসিকতা, জীবনযাপনের ধরন, অভিজ্ঞতা, ইত্যাদি সুন্দর করে তুলে ধরে। যার ফল এখন আমি প্রচুরভাবে লক্ষ্য করতে পারছি।
সঞ্জয় এবং নয়তারার নিষিদ্ধ কিন্তু প্রায় সাঁদামাটা ধরনের সেক্সও তাই আমার মনে এখন প্রচুর উত্তেজনার জন্ম দেয়। কারণ, নয়নতারা এখন আমার মনে প্রায় বাস্তব এক নারী। চোখ বন্ধ করলে মুহূর্তে তার আবছায়া এক রূপ ভেসে উঠে মনে।
দারণ লিখেছেন এই পর্বটিও। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
প্রায় প্রতিটা চরিত্রকেই আপনি কমবেশী জীবিত করে তুলেতে পেরেছেন পূর্বের পর্বগুলোতে তাদের কথাবার্তা, আচরণ, মানসিকতা, জীবনযাপনের ধরন, অভিজ্ঞতা, ইত্যাদি সুন্দর করে তুলে ধরে। যার ফল এখন আমি প্রচুরভাবে লক্ষ্য করতে পারছি।
সঞ্জয় এবং নয়তারার নিষিদ্ধ কিন্তু প্রায় সাঁদামাটা ধরনের সেক্সও তাই আমার মনে এখন প্রচুর উত্তেজনার জন্ম দেয়। কারণ, নয়নতারা এখন আমার মনে প্রায় বাস্তব এক নারী। চোখ বন্ধ করলে মুহূর্তে তার আবছায়া এক রূপ ভেসে উঠে মনে।
দারণ লিখেছেন এই পর্বটিও। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।