01-10-2024, 03:16 PM
(28-09-2024, 01:14 PM)fatima Wrote: গল্পটি দেখছি অনেকদূর এগিয়ে গেছে। ধীরে ধীরে বিকশিত হয়েছে। সুন্দর।
তবে কয়েকটি কথা -
১। কাঁচুলি তো রমণীগণ আর পরেন না, তার বদলে ব্লাউজ লিখলেই বোধহয় ভাল হয়।
২। নয়নের সাত বছরের একটি পুত্র সন্তান আছে। যদি বিয়ের সময় তার ষোল বছর বয়স ধরি, আজ তার বয়স ২৪/২৫
৩। সঞ্জয়ের বৌদিমণির বিয়ের সময় বয়স ছিল ৮/৯। তাহলে আজ তার বয়স ১৭/১৮র বেশি হয় না। কিশোরই বলা চলে।
৪। অথচ গল্পে তাকে যুবক দেখান হয়েছে। তরুণ নয়, যুবক - অর্থাৎ ২৪/২৫।
উপরের ৩ ও ৪ এর মধ্যে যে আপাত গোলযোগ সেটার সমাধান করতে হবে।
আপনার ৪নং প্রশ্নটির জবাব তো গল্পে দেওয়াই আছে, কোন বাচ্চার যদি আট নয় বছর বয়সে নিজের পেটের চিন্তা নিজেকেই করতে হয়। তবে বয়সের তারতম্য টা জীবন যাত্রায় খাটে না। সে ছোট থেকেই বড়দের মত আচরণ করতে শেখে,নিজের অংশ ছিনিয়ে নিতে শেখে।এটাই জীবনযুদ্ধ।