30-09-2024, 07:28 PM
(29-09-2024, 10:49 PM)বহুরূপী Wrote: এ যে দেখছি রীতিমতো আন্দোলন
এতো বিশ্লেষণ করে বলতে হবে ভাবিনি
১/ এই সাইটের নিয়মের কারণে নয়নতারার প্রথম সন্তান প্রসবের বয়স ২০/২১ এর মধ্যে রেখেছি,যদি কেউ রিপোর্ট করে তার জন্যে এই ব্যবস্থা।
২/ বাস্তব ঘটনা বললে আপনাদের বিশ্বাস না হওয়ার সম্ভাবনা বেশী। আমি এমন দুটি ঘটনা দেখেছি,তার মধ্যে একটিতে মা মৃতসন্তানের জন্ম দেয়। কঠিন বাস্তবতা, তবে আমার টা কিন্তু গল্প।
৩/ নয়নতারার মাতাল স্বামীর কথা ধরতে গেলে, বার বছরে নয়নতারার কোলে ১২ জনের ফুটবল টিম ধরিয়ে দিতে হবে। আর ভবিষ্যৎ তো পরেই রইলো।
এবার ভেবে দেখুন এবং সময় হলে -শ্রীমতী অমলা দেবীর "দাসী" গল্পটা পড়ে দেখুন,আপাততঃ এটাই মনে পরছে।খুব ক্লান্ত নইলে লাইব্রেরি ঘেটে আরো বলতাম।
একদম নয়। আপনার থেকে সাইজে ডাবল কেউ কে দেখলে অনেকটা এমন হবে
১/যদি দুর্বল মনের মানুষ হন তবে- ওরে বাবা/ এ বাটা খায় কি?/ নিশ্চিত পালোয়ান!/
২/ শক্তপোক্ত মনের মনুষ্য হলে- কি দরকার?
আরো অনেক সম্ভাবনা আছে,এবং হতে পারে। তবে আগেই বলেছি আপাতত আমি ক্লান্ত,পরে কথা বলতে চাইলে না হয় আবার হবে।
এটি আগেও বলেছি,শুক্রবারের আগে আসার সম্ভাবনা কম।
সবাই কে ধন্যবাদ এবং শুভরাত্রি❤️
আপনি শান্ত, কিন্তু মারাত্মক লোক