28-09-2024, 04:17 PM
(28-09-2024, 03:02 PM)বহুরূপী Wrote: অনেকদিন পরে আপনার মন্তব্য পেলাম, আশা করি ভালো আছেন!?
1/কাঁচুলি কান্ডটা নিসন্দেহে গুগল বাবাজির দোষ,তবে ভুল ধরিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ❤️
2/ নয়নতারার সাত বছরের কন্যা সন্তান আছে পুত্র এখনো ছোটখাটো।
৩/ নয়নতারার বিয়ে বয়স১৬,বর্তমান সময় তার বিবাহের প্রায় ১১ / ১২ বছর পরের।(কোন আপডেট নয়নতারার বিবাহের কথা বলেছি মনে নেই,রাতে উল্লেখ করে দেব।)
৪/ নয়নতারার বিবাহ অনুযায়ী সঞ্জয়ের বয়স ২০ বা ২১
শেষ কথা- এই গল্পে ভুলভ্রান্তি অনেক। তার কারণ গল্পটা ভেবে চিন্তে লিখিনি। শুধুমাত্র চারটা মূল্য চরিত্র,শুরু এবং শেষ এই ছিল আমার গল্পের ভাবনা। বাকি সব ছন্দ ছাড়া )
বিয়ে হয়েছে ১১/১২ বছর অথচ মেয়ে ৭ বছরের। বিয়ের একবছরের মধ্যে সন্তান না হওয়ার কারণ তো কিছু নেই। এখানে একটি খটকা।
তাহলে নয়নের এখন ২৮ (১৬+১২)
সঞ্জয়ের ৮+১২ = ২০, এখনও কাঁচা বয়সের তরুণ