28-09-2024, 01:14 PM
(07-04-2024, 11:07 PM)বহুরূপী Wrote:[গল্পটি কাল্পনিক। এর সাথে কোনোরূপ বাস্তবতার মিল নেই। অডিয়েন্সের বিনোদনের উদ্দ্যেশ্যে এই গল্পটির রচনা।]
বৌদিমণি
নয়নতারাও সেরকমই।পাঁচ ফুট এক কিংবা দুই। তবে অতন্ত্য ফর্সা,দুধে আলতা গায়ের রং।কোমর সরু,উদ্ধত মানানসই পাছা।দুই বাচ্চার মা হলেও শরীরে এক বিন্দু মেদ নেই।স্তনদুটি উন্নত।নতুন মাতৃত্বের দুধে পরিপূর্ণ।কোমড় ছুঁয়ে যাওয়া চুলগুলো কোঁকড়ানো। সবসময় শাড়িই পরে নয়নতারা। সব মিলিয়ে বলা চলে সুন্দর মুখশ্রীর অধিকারী সে।এই মূহুর্তে নয়নতারা একটি সাত বছরের শিশুকে কোলে নিয়ে অশ্রুসিক্ত ছলছলে দুই নয়নে মেঠোপথটির দিকে তাকিয়ে ভাবছে।বড় দাদার এমন অন্যায়ের পরেও সঞ্জয় কি মেনে নেবে তাদের!
(05-09-2024, 11:58 PM)বহুরূপী Wrote:পর্ব ২২
আজকের কথা নয় সে, নয়নতারার বিবাহের ছয়মাস পরের কথা। তখন তার বয়স পনেরো কি ষোল। সঞ্জয় তখন আট কি নয় বছরে বালক। সঞ্জয়ের সাথে দেখা হবার আগ পর্যন্ত নয়নতারা জানিত না তার একটি দেওর আছে। যখন জানিয়াছিল তখন তার বিস্ময়ের অন্ত ছিল না।
গল্পটি দেখছি অনেকদূর এগিয়ে গেছে। ধীরে ধীরে বিকশিত হয়েছে। সুন্দর।
তবে কয়েকটি কথা -
১। কাঁচুলি তো রমণীগণ আর পরেন না, তার বদলে ব্লাউজ লিখলেই বোধহয় ভাল হয়।
২। নয়নের সাত বছরের একটি পুত্র সন্তান আছে। যদি বিয়ের সময় তার ষোল বছর বয়স ধরি, আজ তার বয়স ২৪/২৫
৩। সঞ্জয়ের বৌদিমণির বিয়ের সময় বয়স ছিল ৮/৯। তাহলে আজ তার বয়স ১৭/১৮র বেশি হয় না। কিশোরই বলা চলে।
৪। অথচ গল্পে তাকে যুবক দেখান হয়েছে। তরুণ নয়, যুবক - অর্থাৎ ২৪/২৫।
উপরের ৩ ও ৪ এর মধ্যে যে আপাত গোলযোগ সেটার সমাধান করতে হবে।