26-09-2024, 02:45 PM
(25-09-2024, 11:02 PM)Henry Wrote: পর্ব: ৭
জয়ন্ত ছেলেকে ছেড়ে হাইট মেজারমেন্ট মেশিনে উঠে দাঁড়ালো। বলল---অংশু দেখ তো, কত দেখাচ্ছে?
---পাঁচ ফুট ছয়।
বাবা নামতেই অংশুও উঠে দাঁড়ালো ওখানে। তার উচ্চতা দেখাচ্ছে পাঁচ ফুট আট। তার মানে বাবার চেয়ে সে দুই ইঞ্চি লম্বা। জয়ন্ত বলল---সুচি তোমারটা কত দেখি।
---না থাক। আমি খাটো মানুষ। তোমাদের সাথে পেরে উঠব না।
অংশু বলল---মা পাঁচ ফুটের বেশি হবে না।
সুচিত্রা বললে---ধ্যাৎ আমি এতটাও খাটো না।
জয়ন্ত বললে---তবে প্রমান করো।
সুচি উঠে দাঁড়ালো। মেজারমেন্ট স্কেলে উচ্চতা দেখাচ্ছে পাঁচ ফুটের চেয়ে দুই ইঞ্চি কম। জয়ন্ত ও অংশু দুজনেই হেসে উঠল। যদিও জয়ন্ত জানে ভারতীয় মেয়েদের গড় উচ্চতা পাঁচ ফুট। মূলত এদেশের মেয়েরা চার ফুট দশ থেকে পাঁচ ফুট তিনের মধ্যে ঘোরাফেরা করে। ছেলেদের গড় পাঁচ ফুট চার। তবু সে সুচিকে নিয়ে মজা করতে অংশুকে বলল---এই রে, অংশু, তোর মা যে পাঁচ ফুটের চেয়েও কম।
সুচি বললে---আর মাকে নিয়ে অপদস্থ করতে হবে না। চলো অনেক হল।
***
বাস্তব পরিসংখ্যান। বাংলায় নারীর গড় উচ্চতা পাঁচফুটের আশেপাশে। ৫'৪" বা তার বেশি উচ্চতার বাঙালী রমণী বিরল।