22-09-2024, 11:19 PM
(This post was last modified: 23-09-2024, 12:52 PM by kingsuk-tomal. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-09-2024, 04:12 AM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote: অনেক সুন্দর ও বড় একটি আপডেট এসেছে।পড়ে ভালো লাগলো।
তবে প্রতি সপ্তাহে একবার করে আপডেট দিলে পাঠকের সংখ্যা আরো বেড়ে যেত। সেগুলো ছোট ছোট হলেও সমস্যা হতে না। তবে অবশ্যই আপনার সুবিধা মতো দিন।
লাইক ও রেপু
-------------অধম
দেখুন ভাই, গল্প লেখাটাই তো আমার একমাত্র পেশা নয়, জীবিকার জন্য অন্য কাজও করতে হয়। আর এখান থেকে আমার উপার্জনও কিছু হয়না। তাই প্রত্যেক সপ্তাহে নিয়ম করে আপডেট দেওয়া সম্ভব হয় না। এর আগে পুরো গল্প লিখে পার্ট পার্ট করে আপডেট দিতাম, এখন ধারাবাহিক লিখছি আর আপলোড করছি তাই অপেক্ষা করতে হবে একটু ব্রাদার।
গোয়েন্দা গল্প যখন, তখন কেউ না কেউ অপরাধী হবেই। আপনি একজনকে ভাববেন, অন্য কেউ অন্য একজনকে। কিন্তু গল্পের মাঝে কোনো নাম পিন পয়েন্ট করতে নেই, তাতে লেখক এবং পাঠক, দুই পক্ষই প্রভাবিত হয়। এটা না করাই ভালো। আশাকরি এটা মনে রাখবেন ভাই।
ফিডব্যাক দেবার জন্য অনেক ধন্যবাদ।