21-09-2024, 08:45 PM
(অষ্টম পর্বের দ্বিতীয় ভাগের অবশিষ্ট অংশ)
কাদের বাংলাদেশে থাকে। জিও লোকেশন দিয়ে ও কী করবে! এটা ঠিক প্লেজার আইল্যান্ডে ওর প্রাইভেট রুমের মেসেজ বোর্ডে আমি লিখে এসেছিলাম, প্লিজ হেল্প, আই অ্যাম ইন ডেঞ্জার। কিন্তু আমি ভেবেছিলাম ও পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করবে। কিন্তু ও লোকেশন চাইছে কেন?তাহলে কি ও বাংলাদেশী নয়? ভারতীয়? মনে পড়ল একবার বলেছিল ও নাকি চ্যাটার্জি সাহেবের লোক। সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। এই কারণেই ও আমার সম্পর্কে এত কথা জানে। তাহলে কি ও সল্টলেকে আশেপাশেই কোথাও থাকে?
কাদের মোল্লাকে জিও লোকেশন পাঠানো ঠিক হবে কিনা ভাবছি। ও যদি বাংলাদেশী না হয় তাহলে অবশ্যই চ্যাটার্জি সাহেবের লোক। সেক্ষেত্রে ওর খপ্পরে পড়া মানে আবার সেই চ্যাটার্জি সাহেবের খপ্পরেই পড়া।
এই সময় আবার কৌশিকের ফোন! মাথা গরম হয়ে গেল। আবার কেটে দিলাম।
ফোনটা কেটে দেবার পর প্রায় সঙ্গে সঙ্গেই কাদেরের টেক্সট এলো,"প্লিজ ফোনটা ধর।"
কৌশিকের ফোন কেটে দেওয়া এবং কাদেরের মেসেজ দুটোকে মিলিয়ে অর্থ গ্রহণ করতে আমার কয়েক সেকেন্ড সময় লাগল। হে ভগবান! তাহলে কৌশিকই কাদের মোল্লা সেজে এতদিন আমার সঙ্গে রোল প্লে করেছে! এতদিন যাকে কাদের ভেবেছি সে আসলে কৌশিক!
এবার বুঝতে পারছি ফেসবুকে কৌশিকের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করার পর ওর ইনবক্সের রিপ্লাই দিচ্ছিলাম না, বলে কৌশিক কাদের মোল্লা নামে প্রোফাইল খুলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল!
কৌশিকের উপর আমার প্রচন্ড রেগে যাওয়া উচিত কিন্তু কেন জানি না ওর উপর আমার খুব একটা রাগ হচ্ছে না। বরং একটা স্বস্তি অনুভব করছি।আবার ফোন বাজছে। কৌশিক। ফোনটা তুলে চিৎকার করে উঠলাম,"আই হেইট ইউ! হেইট ইউ!! হেইট ইউ!!!
কৌশিক শান্ত গলায় বলল, "ঝগড়া পরে করিস প্লিইইইজ, আগে লোকেশন পাঠা।"
চুমচুমের ফেরার সময় হয়ে গেছে। ও যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। এই চাকরি ছেড়ে নতুন ভাবে বাঁচার সাহস যখন সঞ্চয় করতে পেরেছি তখন আর দেরি করা উচিত নয়। এসব ভাবতে ভাবতেই গুগল ম্যাপে নিজের লোকেশন খুঁজে নিয়েছি। মামাইয়া বলেছিল এই ফ্ল্যাট থেকে বিদ্যাসাগর আইল্যান্ড ওয়াকিং ডিসট্যান্স। কৌশিককে লোকেশনটা পাঠিয়ে লিখলাম,"জায়গাটা বিদ্যাসাগর আইল্যান্ডের খুব কাছে, সবুজ রঙের আট তলা ফ্ল্যাট। আমি সাত তলায় আছি।"
এক মিনিটেরও কম সময়ে কৌশিক রিপ্লাই দিল,"পাঁচ মিনিট লাগবে আমার পৌছাতে। তুই নীচে নেমে আয়।"
ছোটো একটা ব্যাগ ছাড়া আর কিছু নিয়ে আসিনি আমি। কৌশিক ফোন কেটে দেবার পর সেটা নিয়ে ফ্ল্যাটের দরজা ভেজিয়ে লিফটে করে নেমে এলাম। ফ্ল্যাটের সামনের রাস্তায় মদন যেখানটায় নামিয়ে দিয়েছিল সেখানে একটা নীল রঙের টয়োটা ফরচুনার দাঁড়িয়ে আছে। কৌশিক তার গাড়ির রঙ বলেনি। এই গাড়িটাই কিনা ভাবছি, ড্রাইভারের সিট থেকে জানালা দিয়ে মুখ বাড়িয়ে কৌশিক ডাকল,"সামনে আয়।"
সামনে যেতেই স্লাইডিং দরজা খুলে গেল। ওঠার আগে ফ্ল্যাটটার দিকে তাকিয়ে দেখলাম। রাস্তার এলইডি আলোয় এই মধ্য রাতেও সবুজ দেখাচ্ছে। ফ্ল্যাটটার দরজা খোলা রেখে এসেছি। এই অবস্থায় ফাঁকা ফ্ল্যাটে চুরি হয়ে যেতে পারে। এভাবে দরজা খুলে রেখে চলে আসা আমার উচিত হয়নি। কিন্তু কেন জানি না আমার মনে হয়েছিল চুমচুম ফিরে এলে আমাকে চলে আসতে বাধা দেবে। চুমচুম ও মামাইয়ার কথা বার্তা থেকে মনে হয়েছিল ওরা চ্যাটার্জি সাহেবের প্রতি কৃতজ্ঞ ও অনুগত। তবে চুমচুমের এয়ারপোর্ট থেকে ফিরে আসার সময় হয়ে গেছে। আশা করি এইটুকু সময়ে চুরি হয়ে যাবে না। আর হলে হবে, আমাকে নিজে আগে বাঁচতে হবে।
রাতের সল্টলেকে নিঃশব্দে গাড়িটা ছুটে চলেছে। কাদের মোল্লা থেকে কৌশিক হিসেবে আত্মপ্রকাশ, গাড়ি নিয়ে চ্যাটার্জি সাহেবের ফ্ল্যাটের সামনে দাঁড়ানো এবং এই মুহূর্তে আমাকে নিয়ে ছুটে চলা এগুলো এত দ্রুত ঘটেছে যে আমি এখনও ধাতস্থ হতে পারিনি। ভয়ঙ্কর বিপদের মধ্যে থেকে কৌশিক আমাকে উদ্ধার করেছে সেই হিসেবে ওর প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু রোল প্লে করতে গিয়ে ওর সঙ্গে যা যা করছি সেগুলো মনে করলেই লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। কাদের মোল্লা সেজে আমাকে প্রতারণা করার জন্য ওর প্রতি রাগও হচ্ছিল। আমি যে রেগে আছি এটা ও বুঝতে পারছে। ড্রাইভিং করছে বলে ওর দৃষ্টি সামনের দিকে। আমার দিকে না তাকিয়েই বলল,"এবার বল তখন হেট ইউ, হেট ইউ বলছিলিস কেন?"
ওর কণ্ঠস্বরের কৌতুক লক্ষ্য করে আমার আরো রাগ হয়ে গেল, কিন্তু সেটা প্রকাশ না করে শান্ত স্বরে বললাম,"তুই কাদের মোল্লা নামে ফেক আইডি খুলে এভাবে চিটিং করলি কেন বলতো?"
-"তোর মোল্লা প্রীতি দেখে চিটিং না করে উপায় ছিল না ডার্লিং। ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেও ইনবক্সে আমার মেসেজের রিপ্লাই দেওয়াতো দূরের কথা, একবার খুলেও দেখছিলিস না যে আমি কী লিখেছি। অথচ ঘন্টার পর ঘন্টা বাংলাদেশের মোল্লাগুলোর সঙ্গে চ্যাটিং করছিলিস।"
প্রতিবাদ করে বললাম,"মোটেও আমি মোল্লাদের সঙ্গে চ্যাটিং করতাম না, জিয়ার সঙ্গে চ্যাটিং করতাম।"
কৌশিক বলল,"জিয়া? সে আবার কে?"
কৌশিক কতটা জানে আমি নিশ্চিত নই, তাই এই নিয়ে আর অগ্রসর হতে চাই না। বললাম,"ওসব কথা থাক। প্লেজার আইল্যান্ড খুঁজে পেলি কী করে সেটা বল আগে।"
কৌশিক হাসল,"বেশ মজার সাইট না?"
সাইটটার সব কিছু দেখা হয়নি, যেটুকু দেখেছি তাতে মনে হয়েছে পরিচয় গোপন করে চ্যাটিং করার জন্যই সাইটটা তৈরি। বললাম,"পৃথিবীতে এত মানুষ সেক্স চ্যাট করতে আগ্রহী তা প্লেজার আইল্যান্ডে না গেলে জানতে পারতাম না।"
কৌশিক বলল,"অনেকেই ওখানে চ্যাটিং করতে যায় ঠিকই কিন্তু ওটা আসলে একটা গেমিং সাইট। গেমিংয়ের জন্য পেইড মেম্বারশিপ নিতে হয়। আমার কোম্পানি ওই সাইটটার মেইন্টানেন্সের কনট্র্যাক্ট নিয়েছে।"
অবাক হয়ে বললাম,"তোর কোম্পানি মানে?"
-"অ্যালায়েড ডিজিটাল। আমি এই কোম্পানির সেলস ম্যানেজার। আমার টিম যে সব সাইটের কনট্র্যাক্ট নিয়েছে সেখানে মাঝে মাঝে আমাকে গিয়ে দেখে আসতে হয়।"
এতক্ষণ যে প্রশ্নটা মাথায় ঘুরছিল সেটা এবার বলেই ফেললাম,"তুই কি সত্যিই চ্যাটার্জি সাহেবের লোক?"
হো হো করে হেসে উঠলো কৌশিক,"হুম্ আমি যেমন চ্যাটার্জি সাহেবের লোক তেমনি চ্যাটার্জি সাহেবও আমার লোক।"
-"বুঝলাম না, হেঁয়ালি না করে খুলে বল।"
-"হেঁয়ালির কিছু নেই বন্ধু, গোল্ডেন প্লাজার সব অফিসেরই ইন্টারনেট সার্ভিস আমাদের কোম্পানি মেইন্টেইন করে। সেই হিসেবে আমি ওই বিল্ডিংয়ের সব অফিস ওনার আমাদের ক্লায়েন্ট। পেন্টালুনসের চ্যাটার্জি সাহেবও।"
কৌশিক আমার সম্পর্কে এত কথা জানে কীভাবে তা এতক্ষণে আমার কাছে পরিষ্কার হয়ে গেল,"তুই কি গোল্ডেন প্লাজায় বিশাল আঙ্কেলকে চিনতিস?"
-"চিনতাম মানে? ও তো অ্যালায়েড ডিজিটালেরই এমপ্লয়ী ছিল। আমার আন্ডারে কাজ করত। বহুবার আমাদের সল্টলেকের অফিসে এসেছে। ওর কাছে তোর খবর পেতাম বলে লোকটার সঙ্গে গল্প করতে ভালো লাগত।"
-"কী খবর দিত শুনি!"
-"খবর ঠিক নয়, তোর সম্পর্কে যা বলত সেটাই শুনতে ভালো লাগত আমার।"
-"কী বলত আমার সম্পর্কে? আমার উপর যে টর্চার করত সেসব বলত বুঝি?"
-"কিছু কিছু বলত। আমি ভাবতাম আমি যেমন তোর সঙ্গে মজা করি বিশালও বোধহয় সেরকম করে। তোদের অফিসের সত্যজিৎ ঘোষের কাছে যখন জানলাম যে বিশাল তোর উপর ফিজিক্যাল টর্চার করে তখন ওকে একদিন ডেকে ধমক দিয়েছিলাম। বলেছিলাম তোর পেছনে লাগলে ওকে বরখাস্ত করার ব্যবস্থা করব।"
কৌশিকের কথাগুলো শুনতে শুনতে আমি সেই দিনটায় চলে গেছিলাম যেদিন হ্যান্ডসেক করার মতো করে সে আমার হাতটা নিজের হাতে নিয়ে খুব জোরে টিপে দেওয়ায় আমি ব্যথায় ককিয়ে উঠেছিলাম। বিশাল আঙ্কেল তাতে আরো মজা পেয়ে হো হো করে হাসতে হাসতে আমার হাত ছেড়ে দিয়ে দুই হাতে এত জোড়ে আমার বুক দুটো টিপে এত জোরে ধরেছিলো যে ব্যথায় আমি চিৎকার করে কেঁদে উঠেছিলাম। সেদিন সত্যজিৎ আঙ্কেল বিশাল আঙ্কেলকে থামিয়ে না দিলে হয়তো আরো নির্যাতন আমার কপালে লেখা ছিল। বিশাল আঙ্কেল এরপর থেকে আর আমার সঙ্গে এরকম করত না। আমি ভাবতাম সত্যজিৎ আঙ্কেলের মানা করার কারনেই বোধহয় বিশাল আঙ্কেলের পরিবর্তন হয়েছিল। কিন্তু এখন বুঝতে পারছি এর আসল কারণ কৌশিকের ধমক। কিন্তু এরপর বিশাল আঙ্কেল সরাসরি নিজে কিছু না করলেও ব্ল্যাকমেল করে আমাকে চ্যাটার্জি সাহেবের বিকৃত যৌনক্ষুধা মেটানোর শিকারে পরিনত করেছিল। শুধু চ্যাটার্জি সাহেবের নয়, নিজেরও। হঠাৎ দুর্ঘটনায় মারা না গেলে ট্রেনিংয়ের নামে আমাকে খাওয়ার পুরো ব্যবস্থা করে ফেলেছিল সে। আমিও চাকরি হারানোর ভয়ে এসব কিছু মেনে নিতে প্রস্তুত হয়ে গেছিলাম। অবশ্য চাকরি হারানোর ভয়ের চাইতেও বেশি ছিল আমার নিজের শরীর সম্পর্কে আমার অজ্ঞতা। মামাইয়া ও চুমচুমের কাছে নিজের শারিরীক সমস্যা সম্পর্কে জানার পর আমি বুঝতে পারি আমিও আর পাঁচজন মানুষের মতো সুস্থ জীবন যাপন করতে পারি। বললাম,"চ্যাটার্জি সাহেবের আমাকে সীমেল ট্রেনিং দেবার খবরটা তুই কার কাছে পেয়েছিলিস, বিশাল আঙ্কেল?"
-"সেদিন ধমক দেবার পর বিশাল আর তোর সম্পর্কে কিছু বলত না। এগুলো সত্যজিৎ ঘোষের কাছে জেনেছি। চ্যাটার্জি সাহেব ও বিশাল দুজনেই যে বিকৃত রুচির মানুষ, নিজেদের বিকৃত যৌনক্ষুধা মেটাতে তোকে ফাঁদে ফেলে ওরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে জেনে তোকে সাবধান করব বলে তোকে অনেকবার কল করেছি, তুই কল কেটে দিয়েছিস।মেসেঞ্জারে সাবধান করেছি, তুই দেখিসনি। তোকে সাবধান করব বলেই কাদের মোল্লা সেজে তোর সঙ্গে ফ্রেন্ডশিপ করেছি। সেক্স চ্যাটের প্রতি তোর ইন্টারেস্ট দেখে আমার মাঝে মাঝে মনে হতো চ্যাটার্জি সাহেবের এই পরিকল্পনায় বোধহয় তোরও সায় আছে।"
-"সত্যি বলছি কৌশিক চ্যাটার্জি সাহেবের পরিকল্পনা অনুযায়ী সীমেল হবার ট্রেনিং নিতে আমি রাজি হয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আমার এই অসম্পূর্ণ শরীর নিয়ে সুস্থ জীবনের কোনো আশা নেই। বাবা মারা যাওয়ার পর চ্যাটার্জি সাহেব চাকরিটা দিয়েছিলেন বলে আমাদের সংসারটা বেঁচে যায়। অবাধ্য হলে তিনি যদি চাকরি থেকে তাড়িয়ে দেন তাহলে আমার আর মা কীভাবে বাঁচব সেই ভয়েই আমি তাঁর বিরোধিতা করার সাহস পাইনি।"
কৌশিক বলল,"কিন্তু শেষপর্যন্ত ভয় কাটিয়ে নতুন পথে চলার সাহস করতে পেরেছিস বলে অভিনন্দন ডার্লিং।"
বললাম,"হ্যাঁ পেরেছি। কিন্তু চ্যাটার্জি সাহেবের অফিসে আমার চাকরিটা আর নেই সেটা নিশ্চিত। কাল থেকে নতুন চাকরি খোঁজা শুরু করব।"
কৌশিক বলল,"তুই তো ডাটা এন্ট্রির কাজ জানিস, কয়েক দিন সময় দে, আমিই তোকে একটা কাজ যোগাড় করে দিতে পারব।"
গাড়ি বাঙ্গুর এভিনিউ হয়ে বেলগাছিয়া রোডে ঢুকে পড়েছে। জানালার কাঁচ দিয়ে আসা হাওয়ায় উড়ছে আমার চুল। এই কৌশিক আমার কলেজ লাইফের বন্ধু। মেয়েলী ভঙ্গিতে কথা বলা, মেয়েদের মতো হাঁটাচলার জন্য কলেজে আমাকে মাগী বলে খেপাত। নানা ভাবে টিজ করত বলে খুব অপছন্দ করতাম ওকে। ওর থেকে দূরে সরে থাকতে চাইতাম। আমি যতই ওকে এড়িয়ে যেতে চাইতাম ও ততই আমার পেছনে লাগত।
কিন্তু আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখার দিনে ও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাতে ওর প্রতি অপছন্দের অনুভূতিটা আর নেই। এখন বুঝতে পারছি কলেজ লাইফে আমার পেছনে লাগাটা ছিল ওর দুষ্টুমি। আজকে নতুন জীবনের পথ বেছে নেওয়ার সময় ওকে যেভাবে বন্ধুর মতো পাশে পেয়েছি তাতে ও যেন হঠাৎ করে আমার খুব কাছের মানুষ হয়ে উঠেছে। যাকে এড়িয়ে যেতে চাইতাম তার প্রতি নির্ভর করতে ইচ্ছে করছে। পরম নির্ভরতায় ওর কাঁধে মাথা রাখলাম।
সমাপ্ত (End)
Shy but Sexy