21-09-2024, 12:57 PM
(09-09-2024, 04:31 PM)kumdev Wrote: ত্রয়োস্ত্রিংশতি পরিচ্ছেদইলিনা তো অ্যাংলো ইন্ডিয়ান। না? অ্যাংলো ইন্ডিয়ানদের তো চেনা যায়। দো আঁশলা চেহারা। ফরেনার বলে ভুল হওয়ার তো কথা নয়। অথচ আরণ্যকের কথা শুনলে মনে হয় অন্যকিছু।
আমার ভায়রার এক ছেলে জার্মানী মেয়ে বিয়ে করেছে।সে মেয়েটিরও শাড়ি খুব পছন্দ।
আর আমাদের মেয়েরা--।ল
কথাটা কানে যেতে ঘাড় ঘুরিয়ে দেখল ইলিনা।পঞ্চাশের উপর বয়স ভদ্রলোক।তারই পাশে রড ধরে দাড়িয়ে,বুঝতে অসুবিধে হয়না তাকে দেখেই ভায়রার ছেলের বউয়ের কথা মনে পড়েছে।সে যে বাংলা বুঝতে পারে ওরা জানেনা, মনে মনে হাসে ইলিনা।বাস নড়ে উঠল।স্বস্তি ফিরে এল যাত্রীদের মধ্যে।
বাইরে তাকিয়ে ইলিনা দেখতে থাকে।এত বেলা হয়ে গেল দেখা হবার সম্ভাবনা নেই।
...
ম্যাডামের কথা শুনে আরণ্যকের মজা লাগে হেসে বলল,যদি জানতো ফরেনার কথা বলছে তাহলে ভিরমি খেতো।
কেন ফরেনার তোমার পছন্দ নয়?
আমি ঐ রিয়া সেন না কি তার কথা বলেছি।
আমি তোমাকে জিজ্ঞেস করছি যা সত্যি তাই বলব।।