13-09-2024, 12:19 PM
(This post was last modified: 13-09-2024, 04:17 PM by ddey333. Edited 1 time in total. Edited 1 time in total.)
উৎসব করো মেয়ে
যাক না তোমার মান,
মাথার উপর আমিতো আছি
দেবোই তো অনুদান।
ভাইয়েরা আমার দুষ্টু দামাল
দুষ্টুমি জারি থাক,
তার জন্য রাজকোষ থেকে
দিতে পারি দশ লাখ।
উৎসব করো মেয়ে
ভাইয়েরা আমার পিঠে ভালোবাসে
রাত বিরেতে খেতে,
করোনা দ্বিধা দুঃস্বপ্নে
তাদের সঙ্গে যেতে
উৎসব করো মেয়ে
নইলে কিন্তু বলবো আমি
ছিলে তো গর্ভবতী,
বদনাম করে ভাইদের মোর
সাজছো এখন সতী।
উৎসব করো মেয়ে
আমার রাজ্যে তোষামোদী করে
কামাও অর্থ, মান,
বিরোধীতায় জীবন দিয়ে
চুকাতে হবে দাম।
উৎসব করো মেয়ে
ছোট খাটো সব ঘটনা নিয়ে
ভাবছো তোমরা মিছে,
ভয় কি করেনা ? ঘাড় ঘুরিয়ে
দেখে নাও শুধু পিছে!
উৎসব করো মেয়ে
রঞ্জন কুমার বেরা
১১/৯/২৪
যাক না তোমার মান,
মাথার উপর আমিতো আছি
দেবোই তো অনুদান।
ভাইয়েরা আমার দুষ্টু দামাল
দুষ্টুমি জারি থাক,
তার জন্য রাজকোষ থেকে
দিতে পারি দশ লাখ।
উৎসব করো মেয়ে
ভাইয়েরা আমার পিঠে ভালোবাসে
রাত বিরেতে খেতে,
করোনা দ্বিধা দুঃস্বপ্নে
তাদের সঙ্গে যেতে
উৎসব করো মেয়ে
নইলে কিন্তু বলবো আমি
ছিলে তো গর্ভবতী,
বদনাম করে ভাইদের মোর
সাজছো এখন সতী।
উৎসব করো মেয়ে
আমার রাজ্যে তোষামোদী করে
কামাও অর্থ, মান,
বিরোধীতায় জীবন দিয়ে
চুকাতে হবে দাম।
উৎসব করো মেয়ে
ছোট খাটো সব ঘটনা নিয়ে
ভাবছো তোমরা মিছে,
ভয় কি করেনা ? ঘাড় ঘুরিয়ে
দেখে নাও শুধু পিছে!
উৎসব করো মেয়ে
রঞ্জন কুমার বেরা
১১/৯/২৪