11-09-2024, 08:29 PM
দিদি, সবার প্রথমে ধন্যবাদ জানাই গল্পটাকে শেষ করার জন্য। কিন্তু, শেষ পর্বটা অনেক তাড়াহুড়ো করে হট করে শেষ হয়ে গেলো, ঠিক যুৎসই মনে হলো না। এমনটা মনে হয় এই গল্পটা এর থেকে অনেক অনেক ভালো পরিসমাপ্তির দাবী রাখে, আর আপনি তা করতে পারেন। যদি আপনি এই গল্পটার সঙ্গে ধৈর্য্য হারিয়ে থাকেন, আর লিখবেন না বলে মনস্থির করে থাকেন, তবে আপনাকে আর জোর করবো না। নিজের সাথে জোর করে নিজেকে শাস্তি দিয়ে লেখা হয় না। আর তা যদি না হয়ে থাকে, তবে এই গল্পটিকে একটি যথাযথ পরিসমাপ্তি দেওয়ার অনুরোধ রইলো। যদি সম্ভব হয় এই অনুরোধটি একটু বিবেচনা করে দেখবেন।
ভালো থাকবেন দিদি।