08-09-2024, 08:48 AM
(05-09-2024, 11:58 PM)বহুরূপী Wrote: সঞ্জয়ের হাতের সন্দেশ সমাপ্ত হইলে সে উত্তরে ওপড় নিচ সম্মতি সূচক মাথা নাড়ে। কি বুঝিয়া সঞ্জয়ের এই রূপ ভাব প্রকাশ কে জানে, বোধ হয় তাহার ধ্রুব বিশ্বাস জন্মিয়াছিল যে, বরে বুঝি কেবল সন্দেশই খায়। তবে আজ এতদিন পরে সেই স্মৃতি মনে পরতেই নয়নতারার মুখ খানিক রাঙা হয়ে উঠলো। অবশ্য সঞ্জয়ের চোখে এই দৃশ্য পরলো না। তবে এর পর থেকে নয়নতারা যেন সঞ্জয়ের কাছে আরও খানিকটা সহজ হয়ে এল। সুযোগের সৎ ব্যবহার কি করিয়া করিতে হয় সঞ্জয় তা জানিতো। আর তা জানিতো বলিয়াই পোড়া কপালি নয়নতারার যন্ত্রণা দিনে দিনে বৃদ্ধি পেতেই শুরু করলো। যেই কাজ নয়নতারা স্বামীও কোন কালে করে নাই, সঞ্জয় তাই করিতে আরম্ভ করিয়াছিল। দৈনিক সকাল- সন্ধ্যা হাটে যাবার ও আসবার সময় সে নয়নতারার চুম্বন এক রকম বাধ্যতামূলক করিয়া নিল। শত অপরাধবোধ অনুশোচনা থাকিবার পরেও কি করিয়া সেই নিষিদ্ধ আকর্ষণ জয়ী হইতো নয়নতারা তা বুঝিয়া উঠিতে পারিতো না।
এর অপেক্ষা ছিলাম, দেখা যাক এখন কি হয়।