04-09-2024, 01:21 PM
(03-09-2024, 09:54 PM)kumdev Wrote: আরজি করের ঘটনা মর্মান্তিক যা নিন্দার ভাষা আমার জানা ণেই।কিন্তু প্রতিবাদের নামে যা চলছে তাতে মূল বিষয় চাপা পড়ে যাচ্ছে।কারা কত অভিনব কায়দায় প্রতিবাদ করছে তার প্রতিযোগিতা।উপলক্ষ্য লক্ষ্যকে ছাপিয়ে যাচ্ছে।
প্রতিবাদটা জেগে আছে, আমার কাছে সেটাই অনেক। এই শাসকদল বোধহয় অপেক্ষা করছে প্রতিবাদের ঢেউ কখন ক্ষীণ হয়ে আসে।