29-08-2024, 08:34 AM
হেনরি দাদা আপনার মতো লেখক গসিপ ফোরাম সর্তক করা বাঙালি পাঠকদের ও এক প্রকার অবমাননা করারই সামিল। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। এখানে যে কয়জন লেখকের লেখা পড়তে শুধু আসি আপনি তার ভিতরে একজন এবং পছন্দেরও বটে। জানি না এই ফোরামে সমস্যা কোথায়! আপনাকে সর্তক করা হয়েছে আর কামদেব দাদার একটা পোস্ট সংশোধন করে আবার পোস্ট দিতে হয়েছিল। এতে তিনিও মনে কষ্ট পেয়ে ঐ উপন্যাসটি ছোট করে শেষ করে ছিলেন। তাই লেখকদের প্রতি এ ধরণের অবমাননা বন্ধে সকল পাঠকই আওয়াজ তুলুন। না হলে আমাদের প্রিয় লেখক গুলো আবার হারিয়ে যাবে। এটা আমরা চাই না। আর শেষ এই অংশটুকু হেনরি দাদার প্রতি। নতুন গল্পের জন্য স্বাগতম। সেই সাথে আশা করি হেমন্তের অরণ্য শেষ করবেন সময় মতো। আর একজন ভক্ত হিসেবে আপনার প্রতি নিবেদন রইলো ভারতের প্রখ্যাত লেখিকা শোভা দের অন্যতম জনপ্রিয় উপন্যাস "শেঠজি" আদলে আপনি বাংলায় একই ধাঁচের একটি উপন্যাস লিখুন। শেঠজি আপনি পড়েছেন কিনা জানিনা তবে আপনি যে ধরণের উপন্যাস লেখেন এটা তার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আপনি পছন্দ করবেন আগেই বলে রাখছি। তবে পার্থক্য হলো শোভা দে যে শেষটা অসম্পূর্ণ রেখে গেছেন আপনি সেটা পূর্ণতা দান করবেন। আর আপনার যে হাত তাতে পাঠক হতাশ হবেন না এটা বলতে পারি। শুভ কামনা রইল।