29-08-2024, 03:22 AM
(28-08-2024, 11:03 AM)Henry Wrote: আমাকে এত সতর্কীকরণ দেওয়া হচ্ছে কেন জানি না। আমি এখানে মহান দর্শন তত্বের মহান উপন্যাস লিখতে আসিনি। এসেছি ইরোটিক উপন্যাস লিখতে। জানি না ইরোটিক লেখারও অনুমতি আছে কিনা। পশু নির্যাতন, শিশু নিগ্রহ, যৌন নিগ্রহের পক্ষে আমি নই। যৌনতা যদি পরস্পরের অনুমতিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে হয় তাহলেই হল। কিন্তু এত এলার্ট কেন? আর কাউকে তো দেওয়া হল না এসব এলার্ট। ভালো লাগছে না। কাল থেকে এমনিতে এপ্রুভের ঝামেলা আজ উটকো এলার্ট দিয়ে অবমাননা। কোনটাই ভালো লাগছে না। কিচ্ছু লিখছি না এখন। পাঠকরা যত পারেন গাল পাড়ুন। মানুষের মুড বলে একটা বিষয় থাকে। exbii, xossip, xossipy কত পেরিয়ে এলাম, এখন এই অবমাননা সত্যিই অস্বস্তিকর।
হেনরীদা, আপনাকে specifically সতর্কীকরণ দিচ্ছে না। লক্ষ্য করেছি, নতুন খোলা প্রায় প্রত্যেকটি thread-এই এই alert post রয়েছে। জানি, এই ধরণের post বিরক্তির উদ্রেক করে যেখানে এর সঙ্গে আপনার দূর-দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই; তবুও আপনার বিরক্ত হওয়ার কারণ নেই। আপনি আপনার মতো লিখে যান।
গল্প দারুণভাবে শুরু হয়েছে। সেই আপনার signature sytle-এ লেখা। চালিয়ে যান।