28-08-2024, 07:53 PM
(28-08-2024, 11:03 AM)Henry Wrote: আমাকে এত সতর্কীকরণ দেওয়া হচ্ছে কেন জানি না। আমি এখানে মহান দর্শন তত্বের মহান উপন্যাস লিখতে আসিনি। এসেছি ইরোটিক উপন্যাস লিখতে। জানি না ইরোটিক লেখারও অনুমতি আছে কিনা। পশু নির্যাতন, শিশু নিগ্রহ, যৌন নিগ্রহের পক্ষে আমি নই। যৌনতা যদি পরস্পরের অনুমতিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে হয় তাহলেই হল। কিন্তু এত এলার্ট কেন? আর কাউকে তো দেওয়া হল না এসব এলার্ট। ভালো লাগছে না। কাল থেকে এমনিতে এপ্রুভের ঝামেলা আজ উটকো এলার্ট দিয়ে অবমাননা। কোনটাই ভালো লাগছে না। কিচ্ছু লিখছি না এখন। পাঠকরা যত পারেন গাল পাড়ুন। মানুষের মুড বলে একটা বিষয় থাকে। exbii, xossip, xossipy কত পেরিয়ে এলাম, এখন এই অবমাননা সত্যিই অস্বস্তিকর।
হেনরি দা, আরজি করের ঘটনার পর নতুন করে খোলা প্রত্যেকের থ্রেডেই মডারেটররা এই এলার্ট দিচ্ছেন। তাই ভুল বুঝবেন না প্লিজ। sarit11 এর প্রফাইলে গিয়ে দেখেন যে উনি নতুন খোলা সব থ্রেডেই এই এলার্ট দিচ্ছেন।
যাহোক, চলেন এইটাকে আমরা পজিটভলিই নিই।
আর আপনার লেখা সম্পর্ককে আমরা পাঠকরা জানি। এইসব ব্যাপারে আপনার কোনো লেখায় আজ পর্যন্ত কারও রিপোর্ট করার সাহস হয়ে ওঠে নাই। মডারেটররা বাংলা জানেনা বলে হয়তো আপনাকে আলাদা করে চিনে না।
তাই প্লিজ, লেখা থামিয়েন না। জাস্ট ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আসলে নতুন সকল থ্রেডেই ওই এলার্ট দেয়া হচ্ছে। আপনি আপনার লেখা চালিয়ে যান, আমরা পাঠকরা সাথে আছি, পড়ার অপেক্ষায় আছি।