23-08-2024, 01:38 PM
(22-08-2024, 09:11 PM)kumdev Wrote: ত্রিংশতি পরিচ্ছেদইলিনা স্বভাব বঙ্গললনার। বিদেশিনীদের এত তুচ্ছ বাচনভঙ্গির নুয়ান্স নিয়ে বিরক্ত হতে দেখা যায় না।
সংবাদ পত্র যাকে যতগুলো দেবার বুঝিয়ে দিয়েছে।পাশের দোকানে এক কাপ চায়েরর ফরমাশ করে দোকানে এসে বসল আরণ্যক।কালকের দিনটা স্বপ্নের মত কেটেছে।ভরপেট খেয়ে ঘুমিয়ে পড়েছিল।সন্ধ্যের একটু আগে ঘুম ভাঙ্গতে পাশের ঘরে গিয়ে দেখল ম্যাডাম বই পড়ছিল।তাকে দেখে উঠে এসে চা করলেন।আরণ্যক ভেবে পায়না মানুষ এত ভাল হয় কি করে।কি সব ভেবেছিল ভেবে খারাপ লাগে।কলেজ কলেজ পাড়া মিলিয়ে বহু জনের সঙ্গে মিশেছে মত বিনিময় হয়েছে।কারো সঙ্গে কথা বলে ভালো লেগেছে কারো সঙ্গে লাগেনি।মানুষের সঙ্গ যে এত আনন্দদায়ক হতে পারে জানা ছিলনা। ম্যাডাম ঠিক কি কোরতে চায় এই ব্যাপারে ধোয়াশা রয়ে গেছে। আরণ্যক ভাবে যদি টাকা দিতে চায় তার পক্ষে নেওয়া সম্ভব নয়।