22-08-2024, 06:50 AM
(16-08-2024, 02:55 PM)বহুরূপী Wrote: পর্ব ১৯
হঠাৎ যেন খুব কাছে থেকে একটা সুগন্ধ নাকে লাগলো সঞ্জয়ের। স্নিগ্ধ কোমল সুবাস। যেন ফুটন্ত তাজা পদ্ম ফুল কেউ নাকের কাছে তুলে ধরেছে। মিষ্টি সুগন্ধ নাকে লাগতেই সঞ্জয়ের ঘুম ভেঙে গিয়েছিল। আর ঘুম ভাঙতেই তার অনুভূতি জানান দেয়,এটি তার বৌদিমণি ছাড়া অন্য কেউ নয়।
আমার মনে হয় লেখক নয়নতারাকে ঠিক রেখে বাকি গল্প স্রোতের মুখে বাসিয়ে দিয়েছে
ফাজলামি নয়,গল্প খুব একটা খারাপ এগুছে না,এভাবে এগিয়ে যাক।