21-08-2024, 04:02 PM
(This post was last modified: 21-08-2024, 04:04 PM by shazana. Edited 3 times in total. Edited 3 times in total.)
(19-08-2024, 07:36 PM)বহুরূপী Wrote: কথাটি সম্পূণ ঠিক নয়,তবে খুব একটা খারাপ বলেননি। সঞ্জয়ের দোকানদারির দৃশ্য গল্পে না থাকলেও মাঝেমধ্যে অল্প কথায় তার হাটে এবং বাড়ি আসা যাওয়ার বিষয়টি তুলে ধরেছি।তবুও এই গল্পের ফাঁকফোকর অনেক, এর মধ্যে জীবনযাত্রা,ধ'র্মীয় বিষয়বস্তু এবং চরিত্রের খুটিনাটি বর্ণনার কমতি উল্লেখযোগ্য। তার ওপড়ে কিছু পাঠক ত মনে হয় আমার ওপড়ে ক্ষেপে আছে গল্পে অল্প যৌনতার কারণে।
তবে এই গল্পটি লেখার পেছনে উদেশ্য ছিল; এখানকার পাঠক-পাঠিকাদের কাছে এধরনের গল্প কতটা গ্রহনযোগ্য সেটি দেখা।বলতে বাধা নেই, যে কারণে লিখেছিলাম তা অনেক আগে বুঝে ফেলেছি। এবং সেই সাথে এই গল্প লেখার উৎসাহ হাড়িয়ে ফেলেছি। তবে আমি অসমাপ্ত গল্প লিখি না,তাই লিখে চলেছি।যদিও গল্পটি সম্পূর্ণই ছেলেমানুষি ছাড়া আর কিছু নয়। তাই বলে সমালোচনা করতে কোন বাধা নেই।একটি গল্পের জন্যে সমালোচনা প্রয়োজনীয়। এতে গল্পের ভালো ও খারাপ দিক গুলো উঠে আসে।
অবশেষে বলি কি! এটি শেষ করি, নেক্সট টাইম ভালোভাবে ভালো কিছু লেখার চেষ্টা করে দেখবো।
ধন্যবাদ❤️❤️
আমি x"forum লাইভে আপনার পোস্ট করা"সোনার দেবর" গল্পটি পড়ার পরে।আপনার লেখা খুঁজে এখানে এসেছি। সত্যিই দীর্ঘদিন মনে রাখার মতো একটি গল্প।
ঐ গল্পটির মতো এই গল্পটিও অসাধারণ, দুটি অনুরোধ করবো। এই গল্পটি মন দিয়ে লিখুন এবং এই গল্পটি x"forum লাইভে পোস্ট করুন।আশা করি ভেবে দেখবেন।