21-08-2024, 11:48 AM
(05-02-2023, 01:46 PM)Henry Wrote: খাওয়া-দাওয়া সেরে উঠতে সাড়ে এগারোটা বাজল তাদের। কুশিকে ঘুম থেকে তুলে খাওয়াল কাবেরী। তিনজনে একসাথে খেল। রাতে বিছনায় একসাথে শুলো ওরা। কাবেরী আর বুধনের মাঝে কুশি, টুনিকে রাখলো নিজের বুকের কাছে। আবার বৃষ্টি নেমেছে। খাবার আগে একদফা ঘুমিয়ে নেওয়ায় কুশি চঞ্চলা হয়ে উঠেছে। বাপ-মেয়েতে খুনসুটি শুরু করেছে। পাশে টুনিকে দুধ দিতে দিতে কাবেরী দেখতে লাগলো ওদের পিতা-পুত্রীর ভালোবাসা। গোপনে অগোচরে সাংসারিক আনন্দে ভাসতে লাগলো একা একা।
কাবেরী আশ্চর্য হয়ে দেখছে এক নতুন সংসার। এই সংসারে বুধন প্রকৃতিজাত বন্ধুর পাহাড়ের মত শায়িত, তার বুকে ফুল ফলের মত টুনি, কুশিরা। মৃতপ্রায় 'সাগিনা' নামক বৃক্ষের জায়গায় গজিয়ে উঠছে 'কাবেরী' নামক উর্বর ভিনদেশী বৃক্ষ। বৃষ্টি বাইরে অবিরত, প্রকৃতি আরো উর্বর হয়ে উঠছে। নতুন বৃক্ষের জন্ম হবে এই অরণ্যে আজ থেকে আবার। বৃক্ষের যেমন জন্ম আছে, তেমন মৃত্যু আছে। শিকারীর মত তাকিয়ে রয়েছে খনির কারবারীরা। পাহাড় ফাটিয়ে গাছ কেটে অরণ্য হয়ে উঠবে একদিন নিঃস্ব। কাবেরীও একদিন ফিরে যাবে নিঃস্বতায়।
গোপনে অগোচরে সাংসারিক আনন্দে ভাসতে লাগলো একা একা।
+++++++++
এ গল্প বারবার পড়তে ইচ্ছে হয়।