20-08-2024, 01:52 PM
(This post was last modified: 20-08-2024, 01:52 PM by zahira. Edited 1 time in total. Edited 1 time in total.)
(19-08-2024, 07:36 PM)বহুরূপী Wrote: কথাটি সম্পূণ ঠিক নয়,তবে খুব একটা খারাপ বলেননি। সঞ্জয়ের দোকানদারির দৃশ্য গল্পে না থাকলেও মাঝেমধ্যে অল্প কথায় তার হাটে এবং বাড়ি আসা যাওয়ার বিষয়টি তুলে ধরেছি।তবুও এই গল্পের ফাঁকফোকর অনেক, এর মধ্যে জীবনযাত্রা,ধ'র্মীয় বিষয়বস্তু এবং চরিত্রের খুটিনাটি বর্ণনার কমতি উল্লেখযোগ্য।
অবশেষে বলি কি! এটি শেষ করি, নেক্সট টাইম ভালোভাবে ভালো কিছু লেখার চেষ্টা করে দেখবো।
ধন্যবাদ❤️❤️
গল্পের যৌনতা যত স্বাভাবিক তত ভাল। আমাদের স্বাভাবিক জীবনে যৌনতা, অর্থাৎ যৌনক্রিয়া ১০% ও না। অবশ্য যৌনতা মনের অগভীরে লিপ্ত থাকে নিশিদিন, অবিরাম ও অহরহ। আমাদের প্রতিটি ক্রিয়াকর্মে ভাবভঙ্গিতেই তার প্রকাশ পায়।
আমার মতে যৌনতাকেন্দ্রিক গল্পে তেমনই হওয়া উচিত। যা রয়েছে মনের গভীরে, তাকেই কথা দিয়ে প্রকাশ করুন। আর কথা দিয়ে প্রকাশ করুন রতিক্রিয়া। ১০ মিনিটের রতিক্রিয়ার বর্ণনা ১০ পাতা দিয়েও খুঁটিনাটি দেওয়া যায়।
কিন্তু স্বাভাবিক ,মানুষকে তার দৈনদিন কর্ম্মময় জগতকে উপেক্ষা না করে উপস্থাপন করায় চরিত্রের মধ্যে জীবন আসে বেশি।
তার জন্যে আপনাকে পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করতে হবে না। এটা থেকেই শুরু করা যায় ও সেটাই বোধকরি ভাল।