20-08-2024, 12:52 AM
(This post was last modified: 20-08-2024, 12:57 AM by Mairanur69. Edited 2 times in total. Edited 2 times in total.)
দারুণ পর্ব। Non-Sexual অংশের বর্ণনাগুলো ভালো হচ্ছে। xossip থেকে Xossipy হওয়ার পর এই পর্যন্ত লেখা গল্পগুলোর মধ্যে আমার পছন্দের ৬টার মধ্যে একটা। আপনার এই লেখা জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো, মানুষ রিলেট করতে পারা নিজের বা আশেপাশের ব্যাপারগুলো। সব গল্পে রিলেট করা সম্ভব হয় না একজন Layman এর পক্ষে। আমার Husband মাত্র বলছিলো অনেকেই সুমন বা মজুমদার সাহেবের সাথে নিজেদের মেলাতে পারবে। যারা so called "ALPHA" না, চঞ্চল বা ফানি না, কিন্তু পরিবারের জন্য সারাক্ষণ কষ্ট করলো, নিজের ইচ্ছা বাদ দিয়ে। বুশরার অংশটা হয়তো রেয়ার, কিন্তু বাকিজনদের মতো ঘটনা সমাজে হয়তো অহরহই ঘটছে।
পারিপার্শ্বিকতার কারণে গতো ১-১.৫ মাসে বেশি আপডেট দিতে পারেন নি। আশা করছি দ্রুত কয়েকটা আপডেট দিয়ে পুষিয়ে দিবেন। Cliffhanger এ গিয়ে আটকিয়ে গেলো, যতোক্ষণ পরেরটা পড়তে না পারবো, ততোক্ষণই মাথায় চলবে কি হয় কি হয়। Cliffhanger এ অপেক্ষা জিনিসটা খুবই কঠিন।
আরেকটা অনুরোধ ভালো-খারাপ যা ending দিতে চান দেন, কিন্তু তাড়াতাড়ি শেষ করার জন্য Shorcut শেষ করে দিয়েন নাহ। যতোটুকু লিখলে গল্পের ফ্লো ঠিক থাকবে ততোটাই লিখবেন। শেষ হওয়ার পরে যেনো মনে না হয় "Forced Ending"।
পারিপার্শ্বিকতার কারণে গতো ১-১.৫ মাসে বেশি আপডেট দিতে পারেন নি। আশা করছি দ্রুত কয়েকটা আপডেট দিয়ে পুষিয়ে দিবেন। Cliffhanger এ গিয়ে আটকিয়ে গেলো, যতোক্ষণ পরেরটা পড়তে না পারবো, ততোক্ষণই মাথায় চলবে কি হয় কি হয়। Cliffhanger এ অপেক্ষা জিনিসটা খুবই কঠিন।
আরেকটা অনুরোধ ভালো-খারাপ যা ending দিতে চান দেন, কিন্তু তাড়াতাড়ি শেষ করার জন্য Shorcut শেষ করে দিয়েন নাহ। যতোটুকু লিখলে গল্পের ফ্লো ঠিক থাকবে ততোটাই লিখবেন। শেষ হওয়ার পরে যেনো মনে না হয় "Forced Ending"।