18-08-2024, 03:28 PM
(14-08-2024, 10:50 AM)মিসির আলি Wrote: সম্প্রতি মুক্তি পাওয়া বিজয় সেতুপতির মহারাজা মুভিটা কেউ দেখেছেন? মাথা অনেকটা হ্যাং হয়ে আছে। জীবনচক্র লেখা শেষ হলে মহারাজা মুভির সাথে মিল রেখে আরেকটা ইরোটিক উপন্যাস লিখতে ইচ্ছে হচ্ছে।
জীবন চক্রের আপডেট আসতে কিছু দিন দেরি হবে।
আজকের পর্ব খুব সুন্দর হয়েছে।
হ্যাঁ, ছবিটি দেখেছি। অসাধারণ ছবি। ওই গল্পের প্লট নিয়ে যদি লিখতে চাও তো দারুণ হবে। কিন্তু এটাও ঠিক অনেক মাথা খাটাতে হবে। কেননা ছবির চিত্রনাট্য linear নয়, back-n-forth back-n-forth নির্ভর narration। ছবির climax-এর কিছু আগ অবধি পর্যন্ত পুরো গল্পটা ধারণাই করা যায় না। তো এই ধরণের script নিয়ে লিখতে হলে বাছা তোমাকে অনেক ভাবতে হবে। কিন্তু কষ্টতেই কেষ্ট মেলে। যাহোক, শুভেচ্ছা রইলো, যদি লিখতে পারো, দারুণ। আর যদি লিখতে গিয়ে কিছুটা ভুলচুকও হয়ে যায় তবুও তুমি অনেক কিছু শিখতে পারবে, লেখক হিসেবে অনেকটা এগিয়ে যাবে। তোমার পরিশ্রম কোনোভাবেই মাঠে মারা যাবে না।