18-08-2024, 01:03 PM
(16-08-2024, 02:55 PM)বহুরূপী Wrote: পর্ব ১৯সঞ্জয়ের কাজকর্ম নেই? তার পেশা কি? তার চরিত্রে হুট করে একটা কিছু করে বসাটা প্রবল। চরিত্রটা যেন ঠিক সেভাবে গড়ে তোলা হচ্ছে না।
হঠাৎ যেন খুব কাছে থেকে একটা সুগন্ধ নাকে লাগলো সঞ্জয়ের। স্নিগ্ধ কোমল সুবাস। যেন ফুটন্ত তাজা পদ্ম ফুল কেউ নাকের কাছে তুলে ধরেছে। মিষ্টি সুগন্ধ নাকে লাগতেই সঞ্জয়ের ঘুম ভেঙে গিয়েছিল। আর ঘুম ভাঙতেই তার অনুভূতি জানান দেয়,এটি তার বৌদিমণি ছাড়া অন্য কেউ নয়।