17-08-2024, 12:06 PM
(16-08-2024, 05:10 PM)kumdev Wrote: ঊনত্রিংশতি পরিচ্ছেদ
সে অনেক কথা--।
তুমি বলো আমি শুনতে চাই।
প্রথম কথা বাবা ছিল না।দ্বিতীয় পাস কোর্সে পাস করেছি।তাও হতো না আমার মা অনু পড় অনু পড় বলে আমার পিছনে লেগে ছিল বলে আজ আমি গ্রাজুয়েট।আমি একটু অলস প্রকৃতি।
তোমার নাম অনু?
আমার বাবা-মা আমাকে অনু বলে ডাকতো।আজ আমাকে এই নামে ডাকার কেউ নেই।আরণ্যকের চোখ ছলছল করে।
ইলিনা উঠে গিয়ে লুঙ্গির খুট দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বলল,আমি যদি তোমাকে অনু বলে ডাকি?
আপনি?
আজ আর কোনো কথা নয় তুমি বিশ্রাম করো।আমি পাশের ঘরে আছি।
স্নেহের স্পর্শে পাথরও গলে যায়। আরণ্যক তো মানুষ।