17-08-2024, 11:58 AM
(16-08-2024, 02:55 PM)বহুরূপী Wrote: পর্ব ১৯গল্পে কিছু সুন্দর মুহূর্ত আঁকা হয়েছে। কিন্তু মুহূর্তগুলির মধ্যে সম্পর্ক অস্পষ্ট। জীবন কোনদিকে চলেছে তার দিক নির্ণয় করুন। নাহলে গল্প কিছু খন্ড মুহূর্তের সমাহার হয়ে যাবে।
তুলসী মঞ্চে প্রদীপ দিয়ে ধীর পায়ে বারান্দায় উঠে আসছিল নয়নতারা। বৈঠক ঘরে ঢোকার মুহুর্তেই সঞ্জয় হঠাৎ এসে, তাকে পাজাকোল তুলে নিল। ঘটনার আকস্মিকতায় নয়নতারা নিজের চোখ বড় বড় করে অবাক হয়ে কিছুক্ষণ সঞ্জয়ের মুখে্য পানে চেয়ে রইলো। তবে সেই সুযোগে সঞ্জয় তাকে নিয়ে সিড়ির কাছটায় চলে এসেছে। ইতিমধ্যে নয়নতারার চমক ভাঙায় সে উদ্বিগ্ন সরে বলে উঠলো।
– ছি ছি একি ছেলেমানুষী কান্ড তোমার! জলদি নামাও বলছি।
কথাটা বলেই নয়নতারা সঞ্জয়ের কোল থেকে নামার চেষ্টা করতেই সঞ্জয়ের হাতের ঝাকিতে "ওমাগো" বলে দুহাতে গলা জরিয়ে ধরলো।
– একি কি রকমের অসভ্যতা! ছাড়ো বলছি.. বাবা ভেতর ঘরে বসে আছে দেগল কেলেঙ্কারি হবে ....
– শসস্..কোন কথা নয়,লক্ষ্মী মেয়ের মতো চুপটি মেরে থাকো, নয়তো ফেলে দেব এখুনিই।