08-08-2024, 07:00 PM
এই সব ব্যাপারে আবার অজয় জাদেজার আবার আগ্রহ সবার বেশি , সে তাড়াতাড়ি বলে উঠল , কি বলছেন , লেলে সাহেব ,মীনাক্ষী শেষাদ্রী দুবাইয়ের হোটেল ল্যাংটো হয়ে নাচছে , নায়িকা মীনাক্ষী শেষাদ্রী , দেখা গেলো এই সব ব্যাপারে লেলে জিরও আগ্রহও কম নয় , সে বললো হ্যা ,হ্যাঁ ওই নায়িকা মীনাক্ষী শেষাদ্রি ই , আর শুধু কি ল্যাংটো হয়ে নাচ , যা করছে একেবারে কোকশাস্ত্র . তবে মাগীর চেহারা বটে , একেবারে মাখন আর তেমনি রসালো , বলে ভুড়ি ওয়ালা , ৫ ফুটেঁর টেকো জয়ন্ত লেলে হে হে করে হেসে উঠলো। তারপরে লেলে সাহেব বললো ,সেদিন icc মিটিং এর পর বুখাতির শেখ ,বললো ,চলুন লেলেজি ,একটু গলাটা ভিজিয়ে আসি , তখন জয়ন্ত লেলে , পাকিস্তানের ইন্তিখাব আলম কে সঙ্গে নিয়ে বুখাতির শেখ দুবাইয়ের বিখ্যাত হোটেল হরাইজন এর বিখ্যাত মরিয়ম বারে ঢোকে , ৪০ তোলার উপর ঘুর্ণায়মান বার, যেখান থেকে পুরো দুবাই শহর তা দেখা যায়। ভিতরে গিয়ে দেখলো বিরাট বার , অন্তত ৫০০০ লোকের বসার জায়গা , এবং লেলে দেখলো একটা সিট ও ফাঁকা পরে নেই ,অধিকাংশই আরবের লোকে তবে কিছু পাকিস্তানী ,আফ্রিকার ও ইউরোপিয়ান ও আছে। ছোট টেবিল আর ওই টেবিল এর চার ধারে সুদৃশ্য বসার জন্য চেয়ার। জয়ন্ত লেলে এও দেখলো হলের এক ধারে ড্রিংকসের কাউন্টার , সেখানে সাজানো দেশ বিদেশের যাবতীয় দামি দামি মদ , সেখান থেকে মদ নিয়ে এসে বয়রা কাস্টমারদের চাহিদা মতো মদ পরিবেশন করছে। লেলে রা সিটে বসা মাত্র বই এসে টেবিলের সামনে দাঁড়াতে বুখাতির সাহেব কি একটা ড্রিংকসের অর্ডার দিলো। খানিক পর বই এসে টেবিলে রাখতে বুখাতির সাহেব লেলে জি আর ইন্তিখাব আলম কে বললো ,পিজিয়ে , একবার পি জানে কে বাদ শরীর মে ইটনা তাকত অজায়েগী কি বিস্তার মে শের কি তরফ তাকত আ জায়েগা ,লেলেজি ,অউর লড়কি বলো সে খুব মস্তি কর সাকগে বলে হেসে উঠলো ,লেলে ও হেসে উঠলো। তারতো মাগীদের খোয়াবে মস্তি করতে ইচ্ছা করে কিন্তু তার ওই টাক আর ভুড়ি সর্বস্ব ৫ ফুটের এই চেহেরা দেখে আর কোন ভালো জাতের মাগী আসবে। যাইহোক ইতিমধ্যে বয় তা এসে ড্রিঙ্কটা দিয়ে গেছে , খেলে এক ঢোক দিলো ,অদ্ভুত সুন্দর টেস্ট। আরো এক চুমুক দিলো ,মনে হলো মাঠটা একটু ঝিম ঝিম করছে আর মানে হয়ে শরীরে খানিকটা জোরও বাড়লো .