07-08-2024, 12:56 PM
(07-08-2024, 01:14 AM)Godhuli Alo Wrote: মৃণালের আত্মকথাঃ
বাবার দায়িত্ববোধের ধারনা দেখে আমি মনে মনে হাসলাম। মুখে বললাম, সে জন্য চিন্তা করবেন না আপনি। আমি তো মাঝে মাঝে টুকটাক পাঠাচ্ছি। দরকার হলে আরো পাঠাবো। আমাকে আপনি সারা জীবন পাশে পাবেন।
বাবা মুখে একটা অমায়িক হাসি এনে বললেন, আহা বাবা! সব সন্তান যদি তোর মতো হতো।
আমি মৃদু হেসে বললাম, সে যাই হোক, মঈনের ঠিকানাটা আমাকে দিন। এতো বছর পর আসলাম, একবার দেখা করে যাই।
বাবা বললেন, বাসার ঠিকানা জানি না। অফিসের ঠিকানা দিচ্ছি।
বাবার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি মঈনের অফিসের দিকে চললাম। জানি না, মঈন কেমন আচরণ করবে কিংবা মায়ের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। তবু প্রচন্ড আবেগে হৃদপিন্ড ঢিবঢিব করছিল।
মৃণাল মাকে ভালবেসে তার গর্ভে সন্তান দিক। তারপর সুখে ঘর করুক